৩৮তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি
বাংলা


১. ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
ক. কাব্য খ. নাটক
গ. উপন্যাস ঘ. গীতি কবিতা


২. ‘শবনম’ উপন্যাস কার রচনা?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘ. সৈয়দ মুজতবা আলী


৩. কখনো উপন্যাস লেখেননি-
ক. কাজী নজরুল ইসলাম খ. জীবনানন্দ দাশ
গ. সুধীন্দ্রনাথ দত্ত ঘ. বুদ্ধদেব বসু


৪. কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. জন মিল্টন ঘ. জীবনানন্দ দাশ


৫. রবীন্দ্রনাথের ‘পুনশ্চ’ কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্যগ্রন্থ খ. নাটক
গ. উপন্যাস ঘ. প্রহসন


৬. ‘নীলদর্পণ’ প্রথম মঞ্চস্থ হয়-
ক. ঢাকা খ. চট্টগ্রাম
গ. রাজশাহী ঘ. বরিশাল


৭. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
ক. গোলাম মোস্তফা খ. ফররুখ আহমদ
গ. ভাই গিরীশচন্দ্র সেন ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়


৮. বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত-
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. ঈশ্বর পাটনী
গ. চণ্ডীদাস ঘ. গোবিন্দ চন্দ্র দাস


৯. আধুনিক বাংলা সাহিত্যের ‘প্রথম বিদ্রোহী কবি’-
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. জীবনানন্দ দাশ


১০. ‘মনসা মঙ্গল’ কাব্যের চরিত্র-
ক. ফুল্লরা খ. কালকেতু
গ. বেহুলা লখিন্দর ঘ. রাজা হরিশ্চন্দ্র


১১. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
ক. কবর খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. জণ্ডিস ও বিবিধ বেলুন ঘ. ওরা কদম আলী


১২. একুশের ওপর সর্বপ্রথম কবিতা রচনা করেন-
ক. আবদুল গাফ্ফার চৌধুরী খ. মহাদেব সাহা
গ. মাহবুব উল আলম চৌধুরী
ঘ. আল মাহমুদ


উত্তর : ১.খ ২.ঘ ৩.গ ৪.ক ৫.ক ৬.ক ৭.গ ৮.ঘ ৯.ক ১০.গ ১১.ক ১২.গ।

 


Comments