অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট

পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য

১। প্রত্যক্ষ শ্রম ও কারখানা উপরিব্যয়ের সমষ্টিকে কী বলে?

ক) মুখ্য ব্যয় খ) রূপান্তর ব্যয়

গ) কারখানা ব্যয় ঘ) উৎপাদন ব্যয়

 

২। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের দ্রব্য বা সেবার মোট ব্যয় এবং এককপ্রতি ব্যয় নির্ণয় করতে হয় নিচের কোনটির জন্য?

ক) সঠিক বিক্রয়মূল্য নির্ধারণের জন্য

খ) উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের জন্য গ) আয়-ব্যয় নির্ণয়ের প্রয়োজনে

ঘ) মজুদ পণ্যের মূল্য নির্ধারণের জন্য

 

৩। ক্রয়কৃত পণ্যের মূল্যের সঙ্গে যোগ করা হয় কোনটি?

ক) কুলি খরচ খ) বেতন

গ) ভাড়া ঘ) বাট্টা

৪। নিচের কোনটি বিক্রয়মূল্য?

ক) নিট ক্রয়মূল্য + লাভ

খ) নিট আয় + মুনাফা

গ) মোট ব্যয় + মুনাফা

ঘ) মোট আয় + লাভ

 

৫। প্রত্যক্ষ কাঁচামাল হলো—

i) শার্ট তৈরির জন্য সুতা

ii) আসবাবপত্রের জন্য কাঠ

iii) চিনির জন্য ইক্ষু

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

 

৬। লিজু সু কোং এক ধরনের বিশেষ জুতা তৈরি করার জন্য ৫০,০০০ টাকা ব্যয় করে ফর্মা তৈরি করে। এই ব্যয়টি লিজু কোংয়ের কোন ধরনের ব্যয়?

ক) প্রত্যক্ষ মজুরি

খ) পরোক্ষ খরচ

গ) আরোপনযোগ্য খরচ

ঘ) প্রত্যক্ষ কাঁচামাল

 

উদ্দীপকের সাহায্যে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

জনাব আব্দুল কুদ্দুস একজন ফল ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে পাইকারি দরে আম ক্রয় করে ঢাকায় বিক্রয় করেন। তথ্যাবলি নিম্নরূপ—

► প্রতি কেজি ৪০ টাকা দরে ২ কুইন্টাল ক্রয়

► পরিবহন খরচ ২,০০০ টাকা

► কুলি খরচ ৫০০ টাকা

► বিক্রয় প্রতি কেজি ৬০ টাকা

 

৭। জনাব কুদ্দুসের মোট ক্রয়মূল্যের পরিমাণ কত টাকা?

ক) ২,৫০০ খ) ৮,০০০

গ) ১০,০০০ ঘ) ১০,৫০০

৮। জনাব কুদ্দুসের প্রতি কেজিতে লাভ কত হবে?
ক) ২০ টাকা খ) ১০ টাকা

গ) ৭.৫০ টাকা ঘ) ৫.৫০ টাকা

৯। ৫০ জোড়া জুতা তৈরির মুখ্য ব্যয় ২০,০০০ টাকা এবং মোট ব্যয় ৩০,০০০ টাকা হলে মোট উপরিব্যয় কত টাকা?

ক) ১০,০০০ খ) ২০,০০০

গ) ৩০,০০০ ঘ) ৫০,০০০

 

১০। কোনটি বিক্রয় উপরিব্যয়?

ক) অফিসের বেতন

খ) ডাক ও তার

গ) মনিহারি ঘ) বিজ্ঞাপন

১১। উৎপাদন ব্যয়ের শেষ স্তর কোনটি?

ক) কারখানা ব্যয় খ) মোট ব্যয়

গ) বিক্রয়মূল্য ঘ) উৎপাদন ব্যয়

 

১২। মোট লাভ ক্রয়মূল্যের ওপর ২৫%। বিক্রয়মূল্য ১০,০০০ টাকা হলে মোট লাভ কত?

ক) ২,০০০ টাকা খ) ২,৫০০ টাকা

গ) ৩,৩৩৩ টাকা ঘ) ৪,০০০ টাকা

১৩। ইটখোলার মাটি, শ্রমিক এবং পোড়ানোর খরচের সমষ্টিকে কী বলে?

ক) মুখ্য ব্যয় খ) উৎপাদন ব্যয়

গ) মোট ব্যয়

ঘ) ব্যবহৃত কাঁচামাল

 

১৪। চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ এবং সমাপনী মজুদ বাদ দেওয়া হয় কোনটির সঙ্গে?

ক) ব্যবহৃত কাঁচামালের সঙ্গে

খ) উৎপাদন ব্যয়ের সঙ্গে

গ) উৎপাদিত পণ্যের ব্যয়ের সঙ্গে

ঘ) বিক্রীত পণ্যের ব্যয়ের সঙ্গে

 

১৫। প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যয় বিবরণী তৈরি করা যেতে পারে—

i) মাসিক ও ত্রৈমাসিক

ii) অর্ধবার্ষিক iii) বার্ষিক

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

 

উদ্দীপকের সাহায্যে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

তপন ২০টি চেয়ার তৈরির জন্য ৪,০০০ টাকার কাঠ ক্রয় করে এবং ৫০০ টাকার তারকাঁটা ও ১০০ টাকার শিরীষ কাগজ ক্রয় করে। চেয়ার তৈরি করার জন্য কাঠমিস্ত্রির মজুরি বাবদ ৫,০০০ টাকা এবং অফিস ও শোরুম ভাড়া বাবদ ১,০০০ টাকা প্রদান করে।

১৬। তপনের মুখ্য ব্যয় কত?

ক) ৪,০০০ টাকা খ) ৪,৬০০ টাকা গ) ৯,০০০ টাকা ঘ) ৯,৬০০ টাকা

১৭। প্রতিটি চেয়ারের উৎপাদন ব্যয় কত?

ক) ২০০ টাকা খ) ৪৩০ টাকা

গ) ৪৫০ টাকা ঘ) ৫৩০ টাকা

 

১৮। কারখানার উপরিব্যয় কোনটি?

ক) শ্রমিকের মজুরি

খ) প্রত্যক্ষ মজুরি

গ) কারখানার দালানের অবচয়

ঘ) আবসাবপত্রের অবচয়

১৯। অফিস উপরিব্যয় হচ্ছে—

ক) শোরুম ভাড়া

খ) যন্ত্রপাতির অবচয়

গ) বিজ্ঞাপন

ঘ) আসবাবপত্রের অবচয়

 

২০। পৌরকর কোন ধরনের খরচ?

ক) কারখানা উপরিব্যয়

খ) অফিস উপরিব্যয়

গ) বিক্রয় উপরিব্যয়

ঘ) পরিচালন খরচ

২১। পরিচালন ব্যয় হলো—

i) কারখানা খরচ

ii) অফিস খরচ iii) বিক্রয় খরচ

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

 

২২। ক্রয়মূল্যের সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করে নির্ণয় করা হয়—

ক) প্রত্যক্ষ খরচ খ) মোট ক্রয়মূল্য

গ) মোট বিক্রয়মূল্য

ঘ) লাভ বা ক্ষতি

২৩। পণ্যের ক্রয়মূল্য নির্ণয়ে যোগ হয়—

ক) কুলি খরচ খ) কমিশন

গ) দোকান ভাড়া

ঘ) বিক্রয়কর্মীর বেতন

 

২৪। প্রশাসনিক উপরিব্যয় হলো—

i) ব্যবস্থাপক পরিচালকের ভাতা

ii) প্রত্যক্ষ শ্রমিকের বেতন

iii) ডাক ও তার খরচ

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

 

২৫। Cost মানে—

ক) ক্ষতি খ) ব্যয়

গ) উপরিব্যয় ঘ) শ্রম

 

উদ্দীপকের সাহায্যে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

আমির হোসেনের ইট তৈরির কারখানায় নিম্নোক্ত তথ্য পাওয়া যায় :

কাঁচামালের প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা এবং সমাপনী মজুদ ৫,০০০ টাকা, চলতি কার্যের প্রারম্ভিক মজুদ ৩,০০০ টাকা এবং সমাপনী মজুদ ২,০০০ টাকা, উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ৪,০০০ টাকা এবং সমাপনী মজুদ ৬,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ২০,০০০ টাকা, অফিস খরচাবলি ১০,০০০ টাকা।

 

২৬। আমির হোসেনের ইট তৈরির মুখ্য ব্যয়ের পরিমাণ কত টাকা?

ক) ২৫,০০০ খ) ২৬,০০০

গ) ২৮,০০০ ঘ) ৩০,০০০

২৭। আমির হোসেনের বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা?

ক) ২৪,০০০ খ) ২৬,০০০

গ) ৩০,০০০ ঘ) ৩৫,০০০

 

২৮। কারখানা উপরিব্যয় এবং প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি কোনটি?

ক) মুখ্য ব্যয় খ) উৎপাদন ব্যয়

গ) বিক্রীত পণ্যের ব্যয়

ঘ) মোট ব্যয়

২৯। নির্মাণকারী প্রতিষ্ঠানের জন্য আরোপনযোগ্য খরচ হলো—

র) বিশেষ কংক্রিট মিক্সারের ভাড়া রর) নকশা প্রণয়ন খরচ

ররর) ভ্রমণ খরচ

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

 

৩০। কাপড় প্রস্তুতের জন্য প্রত্যক্ষ কাঁচামাল কোনটি?

ক) কাপড় খ) তুলা

গ) সুতা ঘ) রং

 

উত্তর

১. খ ২. ক ৩. ক ৪. গ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. ক ১০. ঘ ১১. গ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. গ।

<আরও মডেল টেস্ট পাওয়ার জন্য ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ>

 


Comments