সামনে তোমাদের পাবলিক পরীক্ষা। এখন প্রয়োজন বেশি বেশি নমুনাপ্রশ্ন চর্চা। তাই বাসায় অনুশীলনের জন্য আজ একটি নমুনা প্রশ্ন দেয়া হলো

সময় : ২০ মিনিট পূর্ণমান : ২০

 

১। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথা বলা আছে?

ক) প্রথম ভাগের প্রথম অনুচ্ছেদে

খ) প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে

গ) তৃতীয় ভাগের প্রথম অনুচ্ছেদে

ঘ) তৃতীয় ভাগের তৃতীয় অনুচ্ছেদে

 

২। নিচের কোন অঞ্চলের অন্যতম প্রশাসনিক ভাষা বাংলা?

ক) ত্রিপুরা, পাঞ্জাব খ) বেলুচিস্তান, ঝাড়খন্ড

গ) ত্রিপুরা, ঝাড়খন্ড ঘ) পশ্চিমবঙ্গ, পাঞ্জাব

৩। জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?

ক) দন্ত্য খ) তালব্য

গ) কণ্ঠ ঘ) মূর্ধন্য

 

৪। কোনগুলো মৌলিক স্বর?

ক) অ, আ, ই, ঈ খ) ই, ঈ, উ, এ

গ) উ, এ, ও, অ্যা ঘ) অ, আ, অ্যা, ঋ

৫। শ্মশান-এর শুদ্ধ উচ্চারণ কোনটি?

ক) শোসান্ খ) শঁশান্

গ) শোশান্ ঘ) শসান্

 

৬।‘ইনি’ প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ কোনটি?

ক) মালিনী খ) গোয়ালিনী

গ) দুঃখিনী ঘ) বন্দিনী

৭।কোন কোন পদে বচনভেদ হয়?

ক) সর্বনাম ও ক্রিয়াপদ খ) বিশেষ্য ও বিশেষণ পদ

গ) বিশেষ্য ও সর্বনাম পদ

ঘ) বিশেষণ ও সর্বনাম পদ

৮। বস্তুর ধ্বনির অনুকৃতি কোনটি?

ক) কলকল খ) গুনগুন

গ) ছমছম ঘ) গরগর

 

৯। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?

ক) কমা খ) সেমিকোলন

গ) বিস্ময় ঘ) কোলন

১০।কোনটি সেমিকোলন?

ক) ঃ খ) ;

গ) ! ঘ) -

১১। হাইফেন চিহ্নকে বাংলায় কী বলে?

ক) পাদচ্ছেদ খ) বাক্যসংগতি

গ) শব্দ সংযোগ ঘ) দৃষ্টান্তচ্ছেদ

 

১২। কোন বানানটি সঠিক?

ক) বিদূষী খ) শ্রদ্ধাঞ্জলি

গ) স্বরসতী ঘ) স্বতঃস্ফূর্ত

১৩।ডেল কার্নেগীর কথা, যে স্বপ্ন দেখে না, সে মৃত- বাক্যে ‘কথা’ কী অর্থ বহন করে?

ক) প্রস্তাব খ) প্রতিশ্রুতি

গ) তর্ক ঘ) উক্তি

 

১৪। ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোন শব্দগুচ্ছটি?

ক) আসমান, বহ্নি, বৈশ্বানর

খ) মহী, নভ, অনল

গ) অনল, পাবক, পবন

ঘ) দ্যুলোক, নভ, গগন

 

১৫। কোনটি বহুবচনবাচক শব্দের সঠিক উদাহরণ?

ক) মনুষ্যপাল খ) মেঘরাশি

গ) পর্বতমালা ঘ) পক্ষীবৃন্দ

১৬। মাতৃভাষা বিবেচনায় বিশ্বে বাংলার স্থান কততম?

ক) তৃতীয় খ) চতুর্থ

গ) সপ্তম ঘ) অষ্টম

 

১৭। বাংলাভাষায় ‘কার’ কয়টি?

ক) আট খ) নয় গ) দশ ঘ) এগারো

১৮। কোন শব্দে এ-এর বিকৃত উচ্চারণ হয়েছে?

ক) একটি খ) এক

গ) কেটলি ঘ) মেঘ

১৯। কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ?

ক) নায়িকা খ) নাটিকা

গ) পাঠিকা ঘ) গায়িকা

 

২০। কোনোকিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দকে কী বলে?

ক) মৌলিক শব্দ খ) অনুকার শব্দ

গ) যৌগিক শব্দ ঘ) পদাত্মক শব্দ

উত্তরমালা

১। খ ২। গ ৩। গ ৪। গ ৫। খ ৬। খ ৭। গ ৮। ক ৯। ক ১০। খ ১১। গ ১২। ঘ ১৩। ঘ ১৪। ঘ ১৫। গ ১৬। খ ১৭। গ ১৮। খ ১৯। খ ২০। খ

আহসান মঞ্জিলের সংগ্রহশালায় রয়েছে -

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুপ্রিয় বন্ধুরা, তোমাদের পরীক্ষা সামনে, এখন অনুশীলনে মনোযোগ দাও।

১। গ্রিক সমাধিসৌধ নির্মিত হয় কত সালে? (ক) ১৯১৫ সালে (খ) ১৯২০সালে

(গ) ১৯২৫ সালে (ঘ) ১৯৩০ সালে ।

২। উত্তরা গণভবন ভ্রমনের মাধ্যমে আমরা- (i) ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারি

(ii) জমিদার নরেন্দ্র নারায়ণ সম্পর্কে জানা যায় (iii) বিভিন্ন অঞ্চলের অভিজাত শ্রেণির মানুষের জীবনযাত্রার সাথে পরিচিত হওয়া যায়।

নিচের কোনটি সঠিক

(ক) i (খ) i ওiii (গ)ii (ঘ) i,ii ও iii।

নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দাও ঃ ইতিহাসবিদ হিসেবে মুনতাসির মামুন মনে করেন,ঔপনিবেশিক যুগের তৈরি প্রত্নসম্পদ থেকে সে যুগের জীবনযাত্রা সম্পর্কে জানা যায়। ঢাকার বাহাদুর শাহ পার্কও প্রত্নতত্ত্বের অংশ। ৩। প্রত্নসম্পদ আমাদের পরিচয় করায়- (ক) জীবিকার সাথে (খ) শিক্ষার সাথে

(গ) ইতিহাস ও ঐতিহ্যের সাথে

(ঘ) খেলাধুলার সাথে ।

৪। বাহাদুর শাহ পার্কের নামের সাথে সম্পর্ক

খুঁজে পাওয়া যায়- (i) আন্টাঘর ময়দান

(ii) নওয়াব আব্দুল লতিফ

(iii) রানী ভিক্টোরিয়া পার্ক।

নিচের কোনটি সঠিক

(ক) i (খ) ii ও iii

(গ) i ও ii (ঘ) i,ii ও iii।

৫। কোন জমিদাররা ময়মনসিংহ অঞ্চলে ছিলেন ? (ক) মুক্তাগাছার জমিদাররা

(খ) ভাওয়ালের জমিদাররা

(গ) তাজহাটের জমিদাররা

(ঘ) ভবানীপুরের জমিদাররা।

৬। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান বলতে কোনটিকে বোঝায় ? (ক) কুমিল্লা শহর (খ) কুষ্টিয়ার শিলাইদহ

(গ) গোপালগঞ্জ (ঘ) বাগেরহাট ।

৭। মানিকগঞ্জের সাটুরিয়ায় কোন জমিদারের বাড়ি ?

(ক) রোজ গার্ডেন (খ) লাল কুঠির

(গ) শশীলজ (ঘ) বালিয়াটির জমিদার বাড়ি। ৮। জাদুঘরে কোন শ্রেণির মানুষের জীবন যাত্রার পরিচয় পাওয়া যায় ?

(ক) মধ্যবিত্ত (খ) দরিদ্র

(গ) শিক্ষিত (ঘ) অভিজাত।

৯। বলদার জমিদারের নাম কী ? (ক) রাজেন্দ্ররায় চৌধুরী

(খ) অতুল নারায়ণ রায় চৌধুরী

(গ) নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী

(ঘ) শিব নারায়ণ রায় চৌধুরী ।

 

১০। আহসান মঞ্জিল ও কার্জন হলের মধ্যে সাদৃশ্যপূর্ণ দিক হলো- (i) দুটিই ঢাকায় অবস্থিত

(ii) দুটিই অফিসিয়াল কাজে ব্যবহূত হয়

(iii) দুটিই ইংরেজ আমলে নির্মিত।

নিচের কোনটি সঠিক

(ক) i (খ) i ও ii

(গ) iও iii (ঘ) i, ii ও iii। ১১। মোঘল যুগে কীসের জন্য সোনারগাঁয়ের অনেক খ্যাতি ছিল ? (ক) মসলিন শাড়ির জন্য (খ) পান-সুপারির জন্য

(গ) শিল্প প্রতিষ্ঠানের জন্য (ঘ) মাছের জন্য।

 

১২। আহসান মঞ্জিলের সংগ্রহশালায় রয়েছে -

(i) নবাবদের পোশাক,খাট,পালং,চেয়ার

(ii) অলংকার ও মূল্যবান আলোকচিত্র

(iii) মুক্তিযুদ্ধের তথ্য।

 

নিচের কোনটি সঠিক

(ক) iও ii (খ) iii (গ) i ও iii (ঘ) i,ii ও iii ১৩। ঔপনিবেশিক যুগে ঢাকা শহরে নির্মিত ইমারত হলো-

(i) জনতা ব্যাংক ভবন

(ii) চিনি টিকরি মসজিদ (iii) আর্মেনিয়ান গির্জা।

নিচের কোনটি সঠিক

(ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii

 

১৪। কার্জন হল ভবনটি কোন আমলে নির্মিত হয়েছে?

(ক) পাল আমলে (খ) সেন আমলে

(গ) মোঘল আমলে (ঘ) ইংরেজ আমলে।

 

১ (ক), ২(খ), ৩ (গ), ৪(ঘ), ৫ (ক), ৬ (খ), ৭ (ক), ৮ (ঘ), ৯ (গ), ১০ (গ), ১১ (ক), ১২ (ক), ১৩ (গ), ১৪ (ঘ)

 


Comments