সংক্ষিপ্ত প্রশ্ন (মান : ২৫)
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও : ৫x৫ = ২৫
১। আইসিটি প্রয়োগের ফলে ব্যবসায়ে কী কী সুবিধা অর্জিত হয়?
২। যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারের ভূমিকা ব্যাখ্যা করো।
৩। ফায়ারওয়াল কী? অনলাইন নিরাপত্তায় ক্যাপচা ব্যবহারের কারণ বর্ণনা করো।
৪। তথ্য অধিকার কী? তথ্য অধিকার আইনে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় এবং কেন?
৫। নেটওয়ার্ক টপোলজি কাকে বলে? বাস ও স্টার টপোলজি চিত্রসহ আলোচনা করো।
৬। স্প্রেডশিট প্রগ্রামের মাধ্যমে যোগ-বিয়োগ করার কৌশল বর্ণনা করো।
৭। ই-মেইল পাঠাতে হলে কী পদ্ধতি অনুসরণ করতে হয় বর্ণনা করো?
৮। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে লেখো।
বহু নির্বাচনী প্রশ্ন (মান : ২৫)
সময় : ২৫ মিনিট
১। নিচের কোনটি অপরাধজগতে নতুন?
ক) চুরি খ) ডাকাতি
গ) সাইবার অপরাধ ঘ) ছিনতাই
২। ভিন্ন ভিন্ন কম্পিউটার পরস্পরের মধ্যে তথ্য আদান-প্রদান করে যে নিয়মে তাকে কী বলে?
ক) রাউটার খ) মডেম
গ) প্রটোকল ঘ) ইন্টারনেট
৩। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের মধ্যকার নিজস্ব যোগাযোগ রক্ষার গ্রহণযোগ্য মাধ্যম কোনটি?
ক) ইন্টারনেট খ) ইন্ট্রানেট
গ) ই-মেইল ঘ) ই-বুক
৪। বাংলাদেশ সরকারের জাতীয় ওয়েব পোর্টাল কোনটি?
ক) www.bangladesh.gov.bd
খ) www.ebook.gov.bd
গ) bangladesh.com
ঘ) www.bangladesh.net
৫। বিশ্বে প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি?
ক) হুকওয়ার্ম খ) লকওয়ার্ম
গ) মরিসওয়ার্ম ঘ) রুট
৬। যোগাযোগের ‘দ্বিমুখী’ পদ্ধতি কোনটি?
ক) টেলিফোন খ) রেডিও
গ) পত্রিকা ঘ) টিভি
৭। বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর দ্রুততম মাধ্যম কোনটি?
ক) টিটি খ) এমটি
গ) ডিডি ঘ) মোবাইল
৮। ইয়াহুর ওয়েব ঠিকানায় নতুন ই-মেইল খুলতে কয়টি অক্ষর লাগে?
ক) ২-৩০ খ) ৩-৩১
গ) ৪-৩২ ঘ) ৫-৩৩
৯। ই-মেইল ঠিকানায় কোন বিশেষ ক্যারেক্টারটি থাকে?
ক) * খ) #
গ) $ ঘ) @
১০। ই-মেইলে পাসওয়ার্ডের ডিজিট কত সংখ্যার মধ্যে দিতে হবে?
ক) ৪-৩২ খ) ৬-৩২
গ) ৪-২৩ ঘ) ৬-২৩
১১। ই-মেইল কথাটির মানে কী?
ক) ইলেকট্রিক চিঠি
খ) ইলেকট্রনিক চিঠি
গ) ইলেকট্রনিকস চিঠি
ঘ) ইলেকট্রিক্যাল চিঠি
১২। ই-মেইলের মাধ্যমে কোন ছবি কিভাবে পাঠাতে হয়?
ক) অ্যাটাচমেন্ট করে
খ) ওপেন করে
গ) টাইপ করে
ঘ) সেলফি তুলে
১৩। ই-মেইল ঠিকানার কয়টি অংশ?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
১৪। কিসের মাধ্যমে পণ্য বিক্রয়ের সব তথ্য পাওয়া যায়?
ক) EPOS খ) ECOM
গ) ETEC ঘ) EBUS
১৫। কম্পিউটারের মতো কাজ করে নিচের কোনটি?
ক) PLA খ) PDA
গ) SMS ঘ) CD
ওয়ার্কশিটটি লক্ষ করো এবং ১৬-১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
১৬। Jamal-এর প্রাপ্ত নম্বরের যোগফল নির্ণয়ের ফর্মুলা নিচের কোনটি?
ক) B4:C4 L) = (B4)
গ) = (B4:D4)
ঘ) =sum(B4:C4)
১৭। C2 থেকে C3 সেল বিয়োগ করতে নিচের কোনটি সঠিক?
ক) =C2-C3 খ) =C3-C2
গ) C2-C3
ঘ) = sum(C2-C3)
১৮। D2 সেলকে D3 সেল দিয়ে ভাগ করতে নিচের কোনটি সঠিক?
ক) =D2/D3 খ) =D3/D2
গ) =product(D2/D3)
ঘ) =product(D2:D3)
১৯। স্প্রেডশিটে C4 বলতে কী বোঝায়?
ক) কলাম খ) সারি
গ) সেল ঘ) সংখ্যা
২০। এক্সেলে যোগের সূত্র লিখতে প্রথমেই কোন চিহ্ন ব্যবহূত হয়?
ক) = খ) +
গ) sum ঘ) add
২১। কোনটির মাধ্যমে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বেশির ভাগ যোগাযোগ করা হয়েছিল?
ক) রেডিও খ) টিভি
গ) ইন্টারনেট ঘ) টেলিফোন
২২। ওয়াই-ফাই কী ধরনের সার্ভিস?
ক) ওয়্যারযুক্ত সার্ভিস
খ) মডেম সার্ভিস
গ) ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস ঘ) ই-মেইল সার্ভিস
২৩। ই-মেইল লেখার পেইজে যেতে কোন বাটনে ক্লিক করতে হয়?
ক) Compose খ) ঊ-mail
গ) New ঘ) Open
২৪। Cc মানে কী?
ক) Carbon copy খ) Curent
গ) Credit card ঘ) Computer
২৫। জেরুজালেমের নামে কিসের নাম দেওয়া হয়েছিল?
ক) ভাইরাস খ) সফটওয়্যার
গ) অ্যাপ ঘ) সবগুলো
উত্তর
১. গ ২. গ ৩. খ ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ক ১৯. গ ২০. ক ২১. ক ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. ক।