বিসিএস পরীক্ষায় সবসময়ই আপডেট আন্তর্জাতিক র্বিষয়ের উপরে প্রশ্ন এসে থাকে। আজ কতিপয় প্রশ্নও উত্তর দেওয়া হলো। চর্চ্চা করুন।
1. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুই দেশের মধ্যে বিরোধ চলমান?
A. সিরিয়া-ইসরাইল B. ইরান-ইরাক
C. আর্জেন্টিনা-ব্রিটেন D. জাপান-রাশিয়া
2. ইন্টারনেট চালু হয় কবে?
A. ১৯৬৯ B. ১৯৫৯
C. ১৯৬৫ D. ১৯৮১
3. সুশাসনের চালিকা শক্তি কোনটি?
A. জবাবদিহিতা B. স্বচ্ছতা
C. স্থিতিশীলতা D. আইনের শাসন
4. আয়তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ কোনটি?
A. যুক্তরাষ্ট্র B. কানাডা
C. ভারত D. চীন
5. ‘ডেমোক্রেসি মনুমেন্ট’ কোথায় অবস্থিত?
A. নিউইয়র্ক B. লন্ডন
C. প্যারিস D. ব্যাংকক
6. জেনোফোবিয়া (Xenophobia) বলতে কী বোঝায়?
A. স্বজাত্যবোধ B. বিদেশিদের প্রতি অহেতুক ঘৃণা
C. গণতান্ত্রিক জীবন D. ঈশ্বরের প্রতিনিধি
7. সপ্রাটলি দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে-
A. ফিলিপাইন, জাপান ও চীন B. চীন, জাপান ও ভিয়েতনাম
C. ফিলিপাইন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া D. চীন, ফিলিপাইন ও ভিয়েতনাম
8. সিরিয়ায় কত বছর জরুরি অবস্থা বিদ্যমান ছিল?
A. ৪২ বছর B. ৪৩ বছর
C. ৪৬ বছর D. ৪৮ বছর
9. ইউরোপিয় ইউনিয়নের ২৮তম সদস্য দেশ কোনটি?
A. এস্তোনিয়া B. স্লোভেনিয়া
C. সাইপ্রাস D. ক্রোয়েশিয়া
10. বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা নির্ধারনী মামলার বিচার হয় কোন আদালতে?
A. সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, জার্মানি
B. আন্তর্জাতিক বিচার আদালত,নেদারল্যান্ডস
C. বিশেষ সালিশি আদালত,যুক্তরাজ্য
D. স্থায়ী সালিশি আদালত, নেদারল্যান্ডস
11. ‘টিকফা’ কোন ধরনের চুক্তি?
A. সন্ত্রাস নির্মূল ও সহযোগিতা B. বন্ধী বিনিময় ও সন্ত্রাসদমন
C. আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা D. বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা ফোরাম
12. বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে?
A. জাপান B. চীন
C. দক্ষিণ কোরিয়া D. যুক্তরাষ্ট্র
13. কোনটি World Bank-এর অঙ্গসংগঠন নয়?
A. IFC B. MIGA
C. ICSID D. IMF
14. একদিনের ক্রিকেট ও টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারী বোলার কে?
A. শেন ওয়ার্ন B. মুত্তিয়া মুরালিধরন
C. শচীন টেন্ডুলকার D. ওয়াসিম আকরাম
15. আরব দুনিয়ার কোন দেশে প্রথম গণঅভ্যূত্থানের মাধ্যমে সরকার পতনের ঘটনা ঘটেছে?
A. লিবিয়া B. মিশর
C. তিউনেশিয়া D. ইয়েমেন
16. নেপালের বর্তমান রাষ্ট্রপতি কে?
A. খাগড়া প্রাসাদ অলি
B. বিদ্যাদেবী ভান্ডারী
C. পুষ্প কমল দহল প্রচন্দ
D. রনিল বিক্রমাসিংহে
17. White House Diary বইটির লেখক কে?
A. বারাক ওবামা B. জিমি কার্টার
C. হিলারি ক্লিনটন D. ডোনাল্ড ট্রাম্প
18.বিশ্বের সর্ববৃহত্ সৌর বিদ্যুত্ প্লান্ট স্থাপিত হচ্ছে কোথায়?
A. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র B. টোকিও, জাপান
C. রাজস্থান, ভারত D. বেইজিং, চীন
19. ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য’- এই মামলা থেকে যে তারিখে পাকিস্তানি সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় –
A. ২২ ফেব্রুয়ারি ১৯৬৮
B. ২২ জানুয়ারি ১৯৭০
C. ১৬ ডিসেম্বর ১৯৭১ D. ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
20. সমপ্রতি বাংলাদেশে চালু হওয়া সরকারি মালিকানায় সবচেয়ে বড় বিদ্যুত্ কেন্দ্র
কোনটি ?
A. রামপাল কম্বাইন্ড সাইকেল বিদ্যুত্ কেন্দ্র B. রূপগঞ্জ কম্বাইন্ড সাইকেল বিদ্যুত্ কেন্দ্র
C. রূপপুর কম্বাইন্ড সাইকেল বিদ্যুত্ কেন্দ্র D. হরিপুর কম্বাইন্ড সাইকেল বিদ্যুত্ কেন্দ্র
21. বিদেশিদের মধ্যে একমাত্র কে বীরপ্রতীক খেতাবে ভূষিত হন?
A. মার্ক টালি B. ফাদার রেগান
C. আঁদ্রে মালরো D. উইলিয়াম উডারল্যান্ড
22. ১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন
A. কৃষি ও খাদ্য B. শিল্প, বাণিজ্য ও শ্রম
C. কৃষি ও পল্লী উন্নয়ন D. শিল্প ও বাণিজ্য
23. বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কে?
A. লাইবেরিয়া B. সুদান
C. হাইতি D. সিয়েরালিওন
উত্তরঃ
1. C 2. A 3. B 4. D 5. D 6. B 7. D 8.D 9. D 10. D 11. D 12. A 13. D 14. B 15. C. 16. C 17. B. 18. C 19. D. 20. D 21. D. 22 C, 23. D