১. কোন শহরটি ‘চির শান্তির শহর’ নামে পরিচিত?
ক. রোম খ. অসলো গ. ভেনিস ঘ. এথেন্স


২. কোন দেশটি ফরাসি উপনিবেশ ছিল?
ক. ফিলিপাইন খ. থাইল্যান্ড গ. পাকিস্তান ঘ. কম্বোডিয়া


৩. ‘No fly yone’ কোন দেশে অবস্থিত?
ক. ইরান খ. ইরাক গ. কুয়েত ঘ. ইসরাইল


৪. আন্তর্জাতিক রেড ক্রসের সদর দফতর-
ক. ভিয়েনা খ. জেনেভা গ. প্যারিস ঘ. লন্ডন


৫. IAEA-এর সদর দফতর হচ্ছে-
ক. জেনেভা খ. ভিয়েনা গ. ওয়াশিংটন ঘ. প্যারিস


৬. ‘এনক্রুমা’ কোন দেশের প্রেসিডেট ছিলেন?
ক. কঙ্গো খ. কেনিয়া গ. ঘানা ঘ. নাইজেরিয়া


৭. সার্ক প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৮২ সাল খ. ১৯৮৪ সাল
গ. ১৯৮৭ সাল ঘ. ১৯৮৫ সাল


৮. ‘উগান্ডা’র রাজধানীর নাম কি?
ক. কাম্পালা খ. রোম গ. কিগালী ঘ. বুজুমবুরা


৯. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৪১ সাল খ. ১৯৪৫ সাল
গ. ১৯৪৮ সাল ঘ. ১৯৪৯ সাল


১০. কোথায় সেনাবাহিনী নেই?
ক. সুদান খ. সাইপ্রাস গ. মালদ্বীপ ঘ. ভুটান


১১. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
ক. মিসর খ. ইরাক গ. ইরান ঘ. সিরিয়া


১২. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
ক. ব্রাজিল খ. পেরু গ. আর্জেন্টিনা ঘ. মিসর


১৩. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
ক. ২৬ জুন খ. ১ আগস্ট গ. ১ মে ঘ. ১০ ডিসেম্বর


১৪. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
ক. সংযুক্ত আরব আমিরাত খ. মিসর
গ. লেবানন ঘ. ইয়েমেন


১৫. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ক. গ্রিসে খ. রোমে গ. ভারতে ঘ. মেসোপটেমিয়ায়


১৬. বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. দক্ষিণ কোরিয়া খ. ঘানা
গ. পর্তুগাল ঘ. হংকং


১৭. ইন্টারপোল সংস্থার সদর দফতর কোথায়?
ক. প্যারিস খ. লিওন
গ. ভার্সাই ঘ. মাসাই


১৮. ডিজআর্মিং ইরাক- গ্রন্থটির রচয়িতা কে?
ক. সালমান রুশদী খ. হ্যান্স ব্লিক্স
গ. কুলদ্বীপ নায়ার ঘ. হিলারি ক্লিনটন


১৯. ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
ক. ভারত ও পাকিস্তান খ. উত্তর ও দক্ষিণ কোরিয়া
গ. ইসরাইল ও জর্ডান ঘ. চীন ও তাইওয়ান


২০. UNDP কোন বছর গঠিত হয়?
ক. ১৯৬৫ সালে খ. ১৯৬১ সালে
গ. ১৯৬৪ সালে ঘ. ১৯৬৬ সালে


উত্তর : ১.ক ২.ঘ ৩.খ ৪.খ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.গ ১১.ঘ ১২. ঘ ১৩.ঘ ১৪.ক ১৫. ঘ ১৬.গ ১৭.খ ১৮. খ ১৯. ক ২০. ক।

 


Comments