৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশের কথা জানানো হয়।

৩৬তম বিসিএসে ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

ফলাফল কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এ ছাড়া টেলিটকের মাধ্যমে PSC36 Registration Numnber Send to 16222 নম্বরে এসএমএস পাঠালে ফলাফল পাওয়া যাবে। উদাহরণ: PSC 36123456 Send to 16222

৩৬ তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২৯২ টি, পুলিশ ক্যাডারে ১১৭ টি, কর ক্যাডারে ৪২ টি, পররাষ্ট্র ২০, নিরীক্ষা ও হিসাব ১৫, কৃষি ৩২২, মৎস্য ৪৮, স্বাস্থ্য সহকারী সার্জন ১৮৭, পশু সম্পদ ৪৩ সহ ২৩২৩ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছ।

ফলাফল দেখতে নিচের লিংকটিতে ক্লিক করুন

http://service.prothom-alo.com/palo-uploads/bcs_36_result_1710171715.pdf

পিএসসি সূত্রে জানা যায়, ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০১৫ সালের ৩১ মে। ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে প্রকাশিক এ পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা হয় গত বছরের ৮ জানুয়ারি।

দুই লাখের বেশি চাকরিপ্রার্থী এতে অংশ নেন।

এ ধাপে মাত্র ১৩ হাজার ৬৭৯ জন উত্তীর্ণ হন। তাদের দ্বিতীয় ধাপের তথা লিখিত পরীক্ষা হয় গত বছরের সেপ্টেম্বরে। এতে ১২ হাজার ৪৬৮ জন অংশ নেন।

লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন। তৃতীয় ধাপ তথা মৌখিক পরীক্ষা চলতি বছরের ১২ মার্চ থেকে শুরু হয়ে ৭ জুন শেষ হয়।

 


Comments