৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আজ বুধবার প্রকাশিত হয়েছে।

এতে ৫ হাজার ৩৭৯ জন পাশ করেছে। পাঁচ মাস পর পরীক্ষার ফলাফল পেলেন পরীক্ষার্থীরা।

সরকারি কর্ম কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়।

এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী।

৩৭তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

 


Comments