জুলফিকার হাসান

প্রাইজ বন্ডে ১ম পুরস্কার কয়টি? এরকম প্রশ্ন কাউকে করলে সে প্রশ্নকারীকেই হয়ত ভুল বুঝবে। আসলে সকল জিনিষের ১ম পুরস্কার ১ টি হয় না। প্রাইজ বন্ডের ক্ষেত্রে ১ম পুরস্কার ১ টি নয়, ৪৯ টি

ভুল বুঝার কারন হলো সাধারনত যে কোন প্রতিযোগিতায় ১ম পুরস্কার ১টিই থাকে। কখনও কখনও যৌথভাবেও ২জনকে ১ম ঘোষনা করা হয়।

কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম সরকারের প্রাইজ বন্ড।

বর্তমানে ৪৯ টি সিরিজ আছে।

আর এই সিরিজের প্রত্যেকটিতেই ১টি করে ছয় লক্ষ টাকার প্রথম পুরস্কার প্রদান করা হয়।

বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৪৯টি সিরিজ যথাঃ

কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড,

কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক

খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ

খদ, খন, খপ, খফ, খব, খম, খল এবং খশ এই ড্রর আওতাভুক্ত।

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয়।

ধরা যাক ১ম পুরস্কারের জন্য লটারী হল। সেখানে নাম্বার উঠল ০৭৭৩৯০৮। এর মানে হচ্ছে এই নাম্বারটি প্রচলিত ৪৯ টি সিরিজের প্রত্যেকটিতেই আছে।
এই নাম্বারধারী ৪৬ জন ব্যক্তি প্রত্যেকেই ৬০০০০০/- (ছয় লক্ষ) টাকা করে পুরস্কার পাবে।

পুরস্কারর ধরনঃ

১ম পুরস্কারের জন্য ৬০০০০০/- (ছয় লক্ষ) টাকার ১ টি সাধারন সংখ্যা সকল সিরিজের জন্য

২য় পুরস্কারের জন্য ৩২৫০০০/- (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকার ১ টি সাধারন সংখ্যা সকল সিরিজের জন্য

৩য় পুরস্কারের জন্য ১০০০০০/- (এক লক্ষ) টাকার ২ টি সাধারন সংখ্যা সকল সিরিজের জন্য

৪র্থ পুরস্কারের জন্য ৫০০০০/- (৫০ হাজার) টাকার ২ টি সাধারন সংখ্যা সকল সিরিজের জন্য

৫ম পুরস্কারের জন্য ১০০০০/- (দশ হাজার) টাকার ৪০ টি সাধারন সংখ্যা সকল সিরিজের জন্য

এভাবে ৪৯টি সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়

You can follow Zulfiqar Hasan

 



Comments