বিপিএলের পঞ্চম আসরে রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংসের মধ্যে ম্যাচ চলাকালীন ঘটে গেল একটি অনাকাঙ্খিত ঘটনা।

ব্যাটিং প্রান্তে থাকা রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দিকে তেড়ে গেলেন চিটাগং ভাইকিংসের পেসার শুভাশীষ রায়!

জাতীয় দলের অধিনায়কের সঙ্গে তারই এক সতীর্থের এমন ঘটনায় হতভম্ব হয়ে গেছে দেশের ক্রিকেটাঙ্গন!

ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে ঘটনা।

ব্যাটিং প্রান্তে ছিলেন মাশরাফি। আর বোলিং করছিলেন শুভাশীষ।

এক বল আগেই একটি বাউন্ডারি হাঁকিয়েছেন। তৃতীয় বলটি রক্ষ্মণাত্মক ভঙ্গিতে খেললেন ম্যাশ।

বল চলে গেলো সোজা বোলার শুভাশিসের হাতে।

শুভাশিস মাশরাফির দিকে থ্রো করার ভঙ্গি করলেন। কিন্তু শেষ পর্যন্ত করেননি।

ঠিক সেই মুহূর্তে মাশরাফি হাত নেড়ে কিছু একটা বলেন শুভাশীষকে।

কিন্তু হঠাৎ কী হলো শুভাশীষের, তিনি কিছু একটা বলতে বলতে বল হাতে তেড়ে গেলেন ম্যাশের দিকে!

সাথে সাথে আম্পায়ার এবং চিটাগংয়ের সতীর্থরা ছুটে এসে অনেক কষ্টে নিবৃত্ত করে সরিয়ে নিয়ে গেলেন শুভাশীষকে।

হতভম্ব হয়ে গেলেন মাশরাফি! সাথে হতভম্ব হলেন দর্শকরা!

বাংলাদেশের জনপ্রিয়তম ব্যক্তিটির নাম মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটার হিসেবে যেমন জনপ্রিয়, তার চেয়েও বেশি জনপ্রিয় একজন ব্যক্তি হিসেবে। সতীর্থদের মাঝে তার জনপ্রিয়তা আকাশচুম্বী।

ম্যাশের আদরমাখা শাসন পেয়ে অভ্যস্ত জাতীয় দলের জুনিয়র ক্রিকেটাররা। সবাই মজা কিংবা শাসন সহজভাবে নিতে পারেন না; শুভাশীষও সেই দলে!

তবে মারাফির বডি ল্যাঙ্গুয়েজ বলছিল শুভাশিষের আচরণে বিস্মিত হয়েছেন তিনি। অবশ্য ওভার শেষে মাশরাফির সঙ্গে কথা বলতে দেখা যায় শুভাশিষকে। তবে মাশরাফি ছিলেন অনেকটাই নির্লিপ্ত।

কেন তিনি এত বড়, কি কারণে সবাই তাকে এত পছন্দ করেন, ক্রিকেটার-অধিনায়ক মাশরাফির চেয়েও যে মানুষ মাশরাফি আরও বড় তার আরও একটি জ্বলন্ত প্রমাণ মিললো আজ।

অনুজপ্রতিম শুভাশিস রায়ের সঙ্গে মাঠে ঘটে যাওয়া ঘটনায় তার ওপর দোষ না চাপিয়ে, উল্টো নিজেই 'স্যরি' বললেন মাশরাফি।

 


Comments