১।‘তারিখ’ কোন ভাষার শব্দ?

ক) আরবি খ) ফারসি

গ) ফরাসি ঘ) তুর্কি

২। সাধু ও চলিত ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?

ক) সর্বনাম ও ক্রিয়াপদ খ) বিশেষ্য ও বিশেষণ পদ

গ) বিশেষ্য ও ক্রিয়া ঘ) ক্রিয়া ও বিশেষণ পদ

৩। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে কী বলে?

ক) প্রত্যয় খ) সন্ধি গ) প্রকৃতি ঘ) সমাস

৪।বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

ক) সাধিত শব্দ খ) নাম শব্দ

গ) পদ ঘ) প্রতিপাদিক

৫। কে প্রথম বাংলা লিপি তৈরি করেন?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ) রাজা রামমোহন রায়

গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ) পঞ্চানন কর্মকার

৬। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে?

ক) ই, উ খ) ই, ঈ

গ) ই, ঊ ঘ) উ, ঊ

৭।‘বিজ্ঞান’ শব্দে ‘জ্ঞ’ কোন বর্ণদ্বয়ের সমন্বয় ঘটেছে?

ক) জ্ + ঞ খ) ঘ্ + জ

গ) ষ্ + ণ ঘ) ক্ + ষ

৮। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বর্ণ আছে?

ক) এগারটি খ) ঊনচল্লিশটি

গ) ঊনপঞ্চাশটি ঘ) পঞ্চাশটি

৯। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?

ক) সমীভবন খ) বিষমীভবন

গ) ব্যঞ্জন বিকৃতি ঘ) অন্তর্হতি

১০। স্বভাবত ‘ষ’ এর ব্যবহার হয়েছে কোন শব্দে?

ক) অনুষঙ্গ খ) অভিষেক

গ) অভিলাষ ঘ) অনুষ্ঠান

১১। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

ক) পরিষ্কার খ) পরস্পর

গ) সংস্কার ঘ) উত্থান

১২।‘লোকটা হাড়ে হাড়ে শয়তান’ এখানে ‘হাড়ে হাড়ে’ কী অর্থ প্রকাশ করেছে?

ক) সতর্কতা খ) কালের বিস্তার

গ) আধিক্য ঘ) ভাবের গভীরতা

১৩।কোন দুটি শব্দ কেবল বহুবচনে ব্যবহূত হয়?

ক) পাল ও যূথ খ) পাল ও পুঞ্জ

গ) যূথ ও মালা ঘ) নিকর ও রাজি

১৪। ‘নির্দেশক সর্বনাম’ এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?

ক) নির্দিষ্ট খ) সুনির্দিষ্ট

গ) বিশেষ অর্থে নির্দিষ্ট ঘ) নিরর্থক

১৫। পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?

ক) সমানাধিকরণ খ) ব্যধিকরণ

গ) ব্যতিহার ঘ) প্রত্যয়ান্ত

 

উত্তর: ১.খ ২.ক ৩.গ ৪.ঘ ৫.ঘ ৬.ঘ ৭.ক ৮.ঘ ৯.খ ১০.গ ১১ খ ১২.গ ১৩.ক ১৪.খ ১৫.ক

 


Comments