ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকার ভর্তি শেষে ৭০৬টি আসন ফাঁকা রয়েছে।

এবছর ৩৩ টি বিভাগে ২২৭৫ আসনের মধ্যে মেধাতালিকা থেকে এক হাজার ৫৬৯ জন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে।

আগামী ১০ জানুয়ারি থেকে ইউনিট ভিত্তিক পৃথক পৃথক ভাবে অপেক্ষমান তালিকা থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

মেধাতালিকায় ভর্তি শেষে ধর্মতত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনে খালি রয়েছে ১৪টি। এই ইউনিটে তিনটি বিভাগের মধ্যে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ১৪ টি আসন ফাঁকা রয়েছে।

মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদভূক্ত ‘বি’ ইউনিটে ৪২০টি আসনের মধ্যে ২৩১ টি আসন খালি রয়েছে। এই ইউনিটের আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ৬৯টি, বাংলায় ২৯টি, ইংরেজীতে ৫৯টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ২৪টি, ফোকলোর স্টাডিজে ৫০টি আসন ফাঁকা রয়েছে।

একই অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৩৭৫ আসনের মধ্যে শূন্য রয়েছে ১০৯ টি আসন। এই ইউনিটের অর্থনীতিতে ১২, লোকপ্রশাসনে ১২, রাষ্ট্রবিজ্ঞানে ১২, ডেভোলপমেন্ট স্টাডিজে ৮ এবং সোস্যাল ওয়েল ফেয়্যারে ৬৫টি আসন খালি আছে।

আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে ২৪০ আসনের মধ্যে ৯৫ টি আসন খালি আছে। এর মধ্যে আইন বিভাগে ৮, আইন ও ভূমি ব্যবস্থাপনায় ১২ এবং আল ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিসে ৭৫টি আসন ফাঁকা রয়েছে।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২৫০ আসনের মধ্যে ৮০ টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তিতে ১১ টি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ৭টি, ফলিত রসায়ন ও কেমিকৌশলে ৭টি, ফার্মেসিতে ৫টি এবং ভূগোল ও পরিবেশ বিদ্যায় ৫০টি আসন শূণ্য রয়েছে।

একই অনুষদের ‘ই’ ইউনিটে ২০০ আসনের মধ্যে ৩৯টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩টি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০টি আসন ফাঁকা রয়েছে।

একই অনুষদের ‘এফ’ ইউনিটে ৩৯ আসন খালি রয়েছে। এর মধ্যে গণিতে ৩টি এবং পরিসংখ্যানে ৩৬ আসন ফাঁকা রয়েছে।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ৪৫০ আসনের মধ্যে ইউনিটে ৯৯ টি আসন খালি রয়েছে। এর মধ্যে ব্যবস্থাপনায় ১৯টি, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ৪টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২টি, মার্কেটিংয়ে ৪টি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ৩টি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ৬৭টি আসন শূন্য রয়েছে।

এছাড়া ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।

 


Comments