ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাঠদানের সময় শ্রেণীকক্ষে সাপ বেরিয়ে আসায় আতঙ্কে রয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার মীর মশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের ২০৪ নং কক্ষে ক্লাস চলাকালে একটি বিষধর সাপ পাওয়া যায়।

বিভাগীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টায় ভবনের ২০৪ নং কক্ষে লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ক্লাস চলছিল। ক্লাস নিচ্ছিলেন প্রফেসর ড. আসাদুজ্জামান।

ক্লাস চলাকালে একটি বিষধর সাপ রুমের জানালা বেয়ে ভেতরে প্রবেশ করে। সাপ দেখে শিক্ষার্থীরা আতঙ্কে লাফিয়ে ওঠে। পরে সাপটিকে চেয়ার দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়।

শিক্ষার্থীরা জানায়, সাপটি দেখে মনে হয়েছে বাচ্চা সাপ। এই সাপের মা সাপ এবং একই সাথে বেড়ে ওঠা আরো বাচ্চা আশপাশে থাকতে পারে।

সাপ প্রবেশের সময় ক্লাসের দায়িত্বে থাকা শিক্ষক প্রফেসর ড. আসাদ বলেন, ‘আমি ক্লাস নিচ্ছিলাম। এতাবস্থায় একটি সাপ জানালার পর্দা বেয়ে যাচ্ছিল।

পরে শিক্ষার্থীরা সাপটি মেরেছে। ভবনের আসপাশে ভালোভাবে খুঁজে দেখা দরকার। আরো সাপ থাকতে পারে।’

লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জুলফিকার হোসেন বলেন, ‘আমি ঢাকায় আছি। কেউ আমাকে জানায়নি।

এখনি বিভাগে খোঁজ নিচ্ছি।’

 


Comments