এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০ শিক্ষককে আজীবনের জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন বলুহার ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বরত ওই শিক্ষকদের বহিষ্কার করেন।

ওই শিক্ষকরা হলেন—প্রশান্ত বাড়ৈ, মনিরা বেগম, মনির হাওলাদার, কবিতা কীর্ত্তনীয়া, অশোক জয়ধর, শামিম আহমেদ, মহসিন তালুকদার, লায়েকুজ্জামান, নিয়াজ মকদুম ও জয়প্রকাশ বিশ্বাস।

কোটালীপাড়া এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব সুরেশ দাস জানান, মঙ্গলবার ওই কেন্দ্রে এসএসসির পদার্থ বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের পরীক্ষার্থীদের বিভিন্ন সেটের প্রশ্ন বিতরণ করা হয়। কিন্তু তারা খাতায় একই প্রশ্ন কোড পূরণ করে। কিন্তু ওই কেন্দ্রে দায়িত্বরত ১০ শিক্ষক পরীক্ষার্থীদের প্রশ্ন কোড যাচাই না করে স্বাক্ষর করেন। এর মাধ্যমে ওই শিক্ষকরা সঠিক দায়িত্ব পালন না করে অবহেলা করেছেন।

তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়টি দেখতে পান। পরে তিনি ওই ১০ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করেন। ওই শিক্ষকরা আর কোনদিন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না।

তাৎক্ষণিকভাবে বাইরে থেকে শিক্ষক এনে পরীক্ষা সম্পন্ন করা হয় বলে জানান কেন্দ্র সচিব।

 


Comments