গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন

১। ‘গর্জনশীল চল্লিশ’ বা ‘Roaring Forties’-এর অবস্থান কোনটি?

ক) ৩০o-৬০o উত্তর খ) ৪০o-৪৭o দক্ষিণ

গ) ৪৫o-৫৫o দক্ষিণ ঘ) ৬০o-৯০o উত্তর

২। ভূগোলের যাত্রা শুরু কোন যুগে?

ক) গ্রিক খ) রোমান

গ) মিসরীয় ঘ) প্রস্তর

৩। বাংলাদেশে বর্ষাকালের সূচনা হয় কোন বায়ু প্রবাহের দ্বারা?

ক) মৌসুমি খ) মেরু

গ) ক্রান্তীয় ঘ) অয়ন

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সমুদ্রপথে বিশ্বের সর্বাধিক যাত্রী ও পণ্যবাহী জাহাজ উষ্ণ স্রোত পথে যাতায়াত করে। যুক্তরাষ্ট্র এই স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে এবং উপকূলে বৃষ্টিপাত ঘটে। ফলে কৃষিকার্যে সহায়ক পরিবেশ ছাড়াও শৈত্যের প্রভাব কমে যাওয়ায় শিক্ষা ও বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হয়।

৪। উদ্দীপকে কোন স্রোতটি সম্পর্কে বর্ণনা করা হয়েছে?

ক) গিনি খ) বাহামা

গ) উষ্ণ উপসাগরীয় ঘ) উত্তর নিরক্ষীয়

৫। উদ্দীপকে উল্লিখিত স্রোতের প্রভাবে যুক্তরাষ্ট্র ছাড়াও বরফমুক্ত থাকে—

i. কানাডা ii. ইংল্যান্ড

iii. নরওয়ে উপকূল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৬। মেরুদেশীয় তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য কোনটি?

ক) প্রচুর বৃষ্টিপাত খ) সারা বছর উষ্ণ

গ) সারা বছর বৃষ্টিহীন ঘ) সারা বছর বরফাচ্ছন্ন

৭। জলবায়ুর বিভিন্ন উপাদান হলো—

i. বায়ুর তাপ, চাপ ও প্রবাহ

ii. বায়ুর আর্দ্রতা ও বৃষ্টিপাত

iii. পানির উৎস ও বারিমণ্ডল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৮। বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত?

ক) নিরক্ষীয় খ) ক্রান্তীয় মৌসুমি

গ) ক্রান্তীয় মেরুদেশীয়

ঘ) মৃদু শীতল নাতিশীতোষ্ণ

৯। মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য—

i. আর্দ্র গ্রীষ্মকাল ii. শুষ্ক শীতকাল

iii. মৃদুভাবাপন্ন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১০। মৌসুমি স্রোত সৃষ্টি হয় কোন মহাসাগরে?

ক) প্রশান্ত খ) উত্তর

গ) ভারত ঘ) আটলান্টিক

উদ্দীপকটি পড়ে ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বত জয় করেন। তিনি অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে বলেন যে পর্বতের চূড়ায় বায়ু শুষ্ক ও ঠাণ্ডা।

১১। বায়ুমণ্ডলের উল্লিখিত অবস্থা কোন স্তরে বিদ্যমান?

ক) স্ট্র্যাটোমণ্ডল খ) ট্রপোমণ্ডল

গ) মেসোমণ্ডল ঘ) আয়নমণ্ডল

১২। বঙ্গোপসাগরে পতিত হয়েছে—

i. গঙ্গা নদী ii. ব্রহ্মপুত্র নদ

iii. মেঘনা নদী

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৩। কয়টি মহাসাগরের নামে সমুদ্র স্রোতের নামকরণ হয়ে থাকে?

ক) ২টি খ) ৩টি

গ) ৪টি ঘ) ৫টি

১৪। ভাওয়ালের বনভূমি কোন জেলায় অবস্থিত?

ক) নরসিংদী খ) ঢাকা

গ) গাজীপুর ঘ) ময়মনসিংহ

১৫। প্রশান্ত মহাসাগরের আকৃতি কেমন?

ক) বৃহদাকার ত্রিভুজের মতো খ) ক্ষুদ্রাকার ত্রিভুজের মতো

গ) ইংরেজি ‘V’ আকৃতির ঘ) আঁকাবাঁকা সাপের মতো

১৬। ভারত মহাসাগরের স্রোতগুলোর প্রকৃতি ভিন্ন হওয়ার কারণ—

i. সমুদ্রের গভীরতা

ii. মৌসুমি বায়ুপ্রবাহ

iii. উত্তরের বিস্তীর্ণ স্থলভাগের অবস্থান

নিচের কোনটি সঠিক

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

 

উত্তর মিলিয়ে নাও

খ ২. ক ৩. ক ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ক ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. ঘ।

 


Comments