নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আলিমুন নাহার অ্যানিকে তার স্বামী-সন্তানের মৃত্যুর খবর জানানো হয়েছে।

তবে তিনি কিছুতেই তা বিশ্বাস করতে চাইছেন না।

অ্যানি বলছেন, আপনারা মিথ্যা বলছেন। ওরা আছে। না হলে তাদের দেখান।

পরিবার-পরিজনের সঙ্গে হিমালয় কন্যা নেপালে ঘুরতে গিয়ে স্বজন হারিয়ে দেশে ফিরেছেন গাজীপুরের আলমুন নাহার অ্যানি।

বিমান দুর্ঘটনায় আহত হয়ে বেশ কিছুদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সোমবার বিকেলে হাসপাতাল ছেড়েছেন তিনি।

বিকেলে শ্রীপুরের গ্রামের বাড়ি নগরহাওলায় পৌঁছান তিনি।

সেখানে তাকে তার স্বামী এফএইচ প্রিয়ক ও মেয়ে তামাররা প্রিয়ন্ময়ীর মৃত্যু সংবাদ দেওয়া হয়।

এর আগে গত ১৬ মার্চ কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যানি, তার দেবর মেহেদী হাসান এবং তার স্ত্রী সৈয়দ কামরুন নাহার স্বর্ণাকে ঢাকায় আনা হয়।

 


Comments