বোনকে সাইকেলে তুলে নিয়ে বেরিয়েছিল পরীক্ষার্থী প্রিয়াঙ্কা। তবে মাঝপথেই তাদের সাইকেল থামিয়ে সামনে দাঁড়িয়ে তিন যুবক কটূক্তি করতে থাকে।

তাতে প্রতিবাদ করায় হাত ধরে বলে, 'একটু আড়ালে চল।' ভড়কে না গিয়ে বোনকে সাইকেলটা দিয়ে এগিয়ে যায় ভারতের সাঁইথিয়ার প্রিয়াঙ্কা সিংহ রায় প্রিয়াঙ্কা।

ওই ছেলেগুলো জানতো না, প্রিয়াঙ্কা তায়কোয়ন্দো-র ব্লু-বেল্ট। গত ছয় বছর ধরে সে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছে। মিনিট পাঁচ-ছয়ের মধ্যেই তিন যুবককে কাহিল করে পুলিশের হাতে তুলে দেয় ওই পরীক্ষার্থী।

সাঁইথিয়ারই বাসিন্দা ওই তিন যুবকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দকরা হয়। বর্তমানে তারা পুলিশি হেফাজতে।

প্রিয়াঙ্কার বাবা নির্মল সিংহ রায় সাঁইথিয়া পৌরসভার কর্মী। জেলা থেকে রাজ্য, এমনকী বীরভূম জেলা পুলিশ আয়োজিত প্রতিযোগিতায় সোনার পদক পেয়েছে এই সাহসিনী।

তার মা সুলেখাদেবী বলেন, আমি জানতাম, ওই তিন জনকে কাবু করতে মেয়েই যথেষ্ট। তার পরেও ঘটনা জানার পর ওর কাছে চলে গিয়েছিলাম। লোক জমে গিয়েছিল। গণপিটুনি ঠেকাতে আমিই বলি, ওদের পুলিশের হাতে তুলে দিন।

এই ঘটনায় অন্য মেয়েরাও আত্মরক্ষার পাঠ নিতে নতুন করে উৎসাহ পাবে বলে মনে করেন প্রিয়াঙ্কার প্রশিক্ষক লক্ষ্মীনারায়ণ ভকতের।

প্রিয়াঙ্কা বড় হয়ে পুলিশ হতে চায়। পথেঘাটে নারীদের উত্ত্যক্তকারীদের শায়েস্তা করতে চায়। তার ভাষায়, ওদের যা মেরেছি, তাতে আবার কারো সঙ্গে অসভ্যতা করার আগে পাঁচবার ভাববে!

 


Comments