গাজীপুরের টঙ্গী নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি উল্টে ৩ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

 

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা ভারসাম্য হারিয়ে পাশের লাইনে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, টঙ্গী রেল স্টেশনের দক্ষিণে নতুন বাজার এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনায় এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।

 
টঙ্গী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ আছে

 


Comments