জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার সেমিফাইনালে দর্শকদের দু’পক্ষের হাতাহাতির জের ধরে মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম জনি ও সিরাজুল ইসলাম। এদের মধ্যে আব্দুর রহিমকে আশংকাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ দুপুর ১২টায় খেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

শারীরিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে সকাল ১০টা থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও মার্কেটিং বিভাগের মধ্যে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা চলাকালে দর্শক হিসেবে থাকা দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।

এসময় মার্কেটিং বিভাগের দুই ছাত্রী হয়রানির শিকার হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, খেলার শেষ পর্যায়ে দুপুর একটার দিকে মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুর রহিম জনি জিমনেসিয়ামের বাইরে বের হলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬ ব্যাচের নাসিম, মুরাদসহ ৪-৫ জন শিক্ষার্থী তাকে ধরে এলোপাতাড়ি মারধর করে।

পরে সিরাজুল জনিকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করে অভিযুক্তরা। পরে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক আব্দুর রহিমকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ঘটনা শুনেছি কিন্তু লিখিত অভিযোগ পাইনি। বিভাগ থেকে জানানো হয়েছে যে ছাত্র আহত হয়েছে সে কথা বলার মতো অবস্থায় নাই।

সুস্থ্য হলে অভিযোগ জানাবে। আমরা খোঁজ করছি। শীঘ্রই ব্যবস্থা নিতে পারবো বলে আশা করছি।

 


Comments