এবারের আইপিএল নিলামে ২ কোটি রুপিতে সাকিব আল হাসানকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। আর আসরের শুরু থেকে সাকিবের উপর আস্থা দেখান দলটির বোলিং কোচ লঙ্কান লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন।

এবার সাকিবের বন্দনায় যোগ দিলেন সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষণ। গতকাল ভিভিএস লক্ষণ বলেন, হায়দরাবাদের অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে সাকিব আল হাসানের।

আইপিএলের চলতি মৌসুমে মাঠে নামার আগেই দুঃসংবাদ শোনে হায়দরাবাদ। বল টেম্পারিং কাণ্ডে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ছাড়াই মাঠে নামতে হয় দলটিকে।

আর সানরাইজার্স হায়দরাবাদ দলের নেতৃত্ব তুলে দেয়া হয় কিউই ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের হাতে। ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ বলেন, ‘এবারের মৌসুমে আমরা ডেভিড ওয়ার্নারকে পাবো না তা আগে থেকে জানতাম না। তবে আমরা তার বিষয়টি সামলাতে সক্ষম হয়েছি। ভাগ্য ভালো আমাদের দলে উইলিয়ামসন, সাকিব, ধাওয়ানের মতো নেতাসুলভ ক্রিকেটার রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ওয়ার্নার অধিনায়ক থাকাকালেও সবাই কেনকে (উইলিয়ামসন) সম্মান করতো। এবার আমাদের দলে রয়েছে সাকিব। সে নিজেও একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক। সুতরাং আমাদের হাতে অনেক অপশন ছিল।’

আইপিএল ক্যারিয়ারে ইতিমধ্যে ৫৪ ম্যাচ খেলে নিয়েছেন সাকিব আল হাসান। এতে সাকিবের সংগ্রহ ৬৫৬ রান ও বল হাতে শিকার ৫৫ উইকেট। গত ছয় মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এখানে দুইবার শিরোপার স্বাদও নেন বাংলাদেশের বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাকিবের ভেলকিতে প্লে-অফে সানরাইজার্স

ব্যাটসম্যানদের দিনে বল হাতে নৈপুণ্য দেখালেন সাকিব আল হাসান। আর গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ জয় নিয়ে আসরের প্রথম দল হিসেবে প্লে-অফ পর্বের টিকিট কাটলো তার দল সানরাইজার্স হায়দরাবাদ। ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বৃহস্পতিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৯ উইকেটে জয় দেখেন সাকিবরা।

চলতি আসরে তালিকার শীর্ষ দল সানরাইজার্স হায়দরাবাদের সংগ্রহ ১১ ম্যাচে ১৮ পয়েন্ট। দিল্লিতে ম্যাচের দুই ইনিংসে বোলাররা পান মাত্রই চার উইকেট। এর দুই উইকেটই আসে সাকিবের স্পিন ভেলকিতে।

রানআউট হন দিল্লির দুই ব্যাটসম্যান। আগে ব্যাটিং শেষে দিল্লির সংগ্রহ পৌঁছে ১৮৭/৫-এ। তবে দিল্লির পুঁজিটা বড় হতে পারতো আরো। বল হাতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সমীহ আদায় করেন সাকিব আল হাসান। ৪ ওভারের স্পেলে মাত্র ২৭ রানে দুই উইকেট নেন সানরাইজার্সের এ বাংলাদেশি বাঁ-হাতি স্পিনার।

আর বল হাতে নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন সাকিব। ইনিংসের চতুর্থ ওভারের শেষ দুই বলে সাকিব সাজঘরে ফেরান দিল্লির দুই ওপেনার পৃথ্বি শ’ ও ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়কে। এতে ইনিংসের চতুর্থ ওভার শেষে ২১/২ সংগ্রহ নিয়ে চাপে পড়ে দিল্লি।

নিজ ভেন্যু ফিরোজ শাহ কোটলা মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। ৬৩ বলে হার না মানা ১২৮ রানের ইনিংস খেলেন রিষভ পন্ত। হায়দরাবাদের সফল দুই বোলার রশিদ খান ও ভুবনেশ্বর কুমারের বিপক্ষে ব্যাট হাতে ২৪ বলে ৭০ রান করেন রিষভ। রশিদ খানের ১৩ বলে রিষভ নেন ২৭ রান। আর সাকিবের ১২ বলে ১৭ রান করেন রিষভ।

জবাবে ৭ বল ও ৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ইনিংসের শুরুতে স্বস্তি ছিল না হায়দরাবাদেরও।

দ্বিতীয় ওভারে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় তারা। শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসনের অবিচ্ছিন্ন ১৭৬ রানের জুটিতে শেষ পর্যন্ত সহজ জয়ই তুলে নেয় ২০১৬’র চ্যাম্পিয়নরা। ধাওয়ান ৫০ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৯২ রান করে অপরাজিত থাকেন। ৫৩ বলে ৮ চার ও দুই ছয়ে ৮৩ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। চলতি আইপিএলে এটি উইলিয়ামসনের ষষ্ঠ হাফ সেঞ্চুরি। ম্যাচসেরার পুরস্কার জেতেন শিখর ধাওয়ান।

এবারের আইপিএলে তার নতুন দল হায়দরাবাদের হয়ে প্রত্যেক ম্যাচেই খেলেছেন সাকিব আল হাসান। আসরে বল হাতে সাকিবের শিকার ১২ উইকেট। আর ব্যাট হাতে ২২.৫৭ গড়ে সাকিবের সংগ্রহ ১৫৬ রান। আসরে ১৬ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অজি পেসার অ্যান্ড্রু টাই।

চলতি আসরেই গর্বের দুই ল্যান্ডমার্ক স্পর্শ করেন সাকিব আল হাসান। আইপিএল ক্যারিয়ারে ৫০০ রান ও ৫০ উইকেট পূর্ণ হয় তার। আইপিএল ইতিহাসে এমন কীর্তি রয়েছে মাত্রই ১১ জন ক্রিকেটারের। এবারের আইপিএলে বল হাতে সাফল্য নিয়ে অভিজাত এক তালিকায়ও নাম ওঠে সাকিবের।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রান ও ৩০০ উইকেটের কীর্তি গড়া মাত্র দ্বিতীয় ক্রিকেটার সাকিব আল হাসান। এমন কীর্তি রয়েছে কেবল ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। ক্যারিয়ারে ২৬৫ টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের সংগ্রহ ৪১৩৮ রান। বল হাতে শিকার চতুর্থ সর্বাধিক ৩০৬ উইকেট। ব্রাভোর ৪২০, লাসিথ মালিঙ্গা ৩৪৮ ও সুনীল নারাইনের রয়েছে ৩৩০ শিকার।

 


Comments