ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাসসমূহে আজ থেকে ছুটি শুরু হয়েছে।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্মকালীন, জুমাত-উল-বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার থেকে ক্লাসসমূহ বন্ধ থাকবে।


২০ মে রবিবার থেকে আগামী ২৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে।

২৯ জুন শুক্রবার ও ৩০ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আগামী ১ জুলাই রবিবার থেকে ক্লাসসমূহ শুরু হবে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৩ জুন বুধবার থেকে ২০ জুন বুধবার পর্যন্ত বন্ধ থাকবে।

২১ জুন বৃহস্পতিবার থেকে যথারীতি অফিস খোলা থাকবে।

বেরোবি ২১ জুন পর্যন্ত বন্ধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শুরু ৩০ মে।

ছুটি শেষে আগামী ১ জুলাই ক্লাস শুরু হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, আগামী ২৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।

১ জুলাই রোববার থেকে ক্লাস শুরু হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আগামী ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৪জুন থেকে ফের খোলা থাকবে।

 


Comments