সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে বজ্রপাতের সংবাদ দেখা যাচ্ছে। শুধু বাংলাদেশেই নয় বিশ্বব্যাপী এর প্রভাব লক্ষণীয়। বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে একশ’রও বেশি বজ্রপাত হয়। বছরে এই সংখ্যা প্রায় ৩ দশমিক ৬ ট্রিলিয়ন। গত মাসে সারাদেশে বহু মানুষ বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।

এছাড়াও, বজ্রপাতের কারণে অনেকের কম্পিউটার ও টিভিসহ নানা প্রযুক্তি পণ্যের ক্ষতি হচ্ছে। বজ্রপাত থেকে কম্পিউটার ও প্রযুক্তি পণ্য কিভাবে নিরাপদ রাখবেন সেবিষয়ে আলোচনা করা হলো- আকাশে মেঘ না থা থাকলে কখনো বজ্রপাত হয় না।

বজ্রপাতের আভাস পেলেই কম্পিউটার, রাউটার, টেলিভিশন, ফ্রিজসহ বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ রাখতে হবে। ব্যবহার শেষ হলে কম্পিউটার, রাউটারসহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের সুইচ অফ করে দিলে বজ্রপাতে ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়ানো যাবে।

বজ্রপাতের কারণে অনেক টেলিভিশন নষ্ট হওয়ার খবর পাওয়া যায়। এর অন্যতম কারণ হলো টেলিভিশনের সঙ্গে ডিশ সংযোগ থাকে। ফলে কোনো এলাকায় বজ্রপাত হলে তা ডিশের লাইনের মাধ্যমে সহজেই টিভির ক্ষতি করে।

অনেকেই কম্পিউটারে টিভি কার্ড ব্যবহার করেন। ফলে বজ্রপাতের সময় ডিশ লাইন সংযোগ থাকায় কম্পিউটারেরও ক্ষতি হতে পারে।

এক্ষেত্রে বজ্রপাতের সময় ডিশের সংযোগটি খুলে রাখুন। বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় রাউটার ডিভাইসগুলোর।

বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটারের লাইন বন্ধ করলেই চলবে না; রাউটার থেকে ইন্টারনেট সংযোগের ল্যান ক্যাবলটিও খুলে রাখতে হবে।

 


Comments