ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ইতিহাস বিকৃতির অভিযোগ বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রেজাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে।
একই অভিযোগে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অফারেটর রিফাত আমিনকে পদাবনতি করে টেকনেশিয়ান করা হয়েছে।
গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইতিহাস বিকৃতির অভিযোগে গঠিত ট্রাইবুনালের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘ইতিহাস বিকৃতির ঘটনায় সাবেক রেজিস্ট্রারকে চাকরিচ্যুত করা হয়েছে।
আর একজনকে পদাবনতি করা হয়েছে।’ সাবেক রেজিস্ট্রার রেজাউর রহমান সর্বশেষ ছাত্র-শিক্ষক কেন্দ্রের ছাত্র-নির্দেশনা পরামর্শ দান দফতরের উপ-পরিচালক হিসাবে নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১লা জুলাই বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি স্মরণিকায় ১৯ নং পৃষ্ঠায় তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্যসচিব সৈয়দ রেজাউর রহমান ‘স্মৃতি অম্লান’ নামে একটি নিবন্ধ লেখেন।
সে নিবন্ধনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে একই সঙ্গে স্বাধীনতার ঘোষক বলে উল্লেখ করা হয়। আর জগন্নাথ হল নিয়েও বিতর্কিত মতামত দেন। এরজের ধরে সে সময় স্মরণিকাটি বাজেয়াপ্ত করা হয়।
বিকেলে বিশেষ বৈঠকে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক রেজিস্ট্রার রেজাউর রহমানকে রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি দেন।