জ. হাসান
গবেষণার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি (enhancement of knowledge through research) থিম নিয়ে সম্প্রতি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকায় (বিআইইউ) গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ০১ আগস্ট ২০২৩ প্রথমবারের মত অনুষ্ঠিত হয় এ সেমিনার।
দিনব্যাপী এ সেমিনারে সভাপতি ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়াঁ। সেমিনার সভাপতির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে শুরু হয় দিনব্যাপী গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন।
উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়াঁ তার বক্তব্যে গবেষক ও শিক্ষকদের গবেষণায় আরও মনোনিবেশ করার জন্য এবং গবেষণা প্রকল্প তথ্য-উপাত্তসহ উপস্থানের বিষয়টি তুলে ধরেন। শিক্ষকতা ও গবেষণা অঙ্গাঙ্গীভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, সঠিক গবেষণাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে। ভবিষ্যতে গবেষণা প্রকল্পে শিক্ষকদের জন্য গবেষণা বরাদ্দ আরও বৃদ্ধি করা হবে বলে তিনি ঘোষনা করেন। উপস্থিত শিক্ষকরা করতালির মাধ্যমে তার এ ঘোষনাকে স্বাগত জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনিস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আক্তারুজ্জামান। তিনি গবেষকদের স্বাগত জানান ও তাদের উপস্থাপিত গবেষণা প্রকল্পের ফলাফলে সন্তোষ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়াঁর উদ্যোগে গবেষণা প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত নয়টি প্রকল্পের ফলাফল তিনটি সেশনে দিনব্যাপী উপস্থাপন করেন গবেষকরা। ব্যবসায় প্রশাসন বিভাগ, আইন বিভাগ, ইসলামী শিক্ষা বিভাগ, ইংরেজী বিভাগ ও সেন্টার ফর জেনারেল এডুকেশন এর ১৫ জন শিক্ষক নয়টি প্রকল্পে গবেষণায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব বদরুল হায়দার চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন সামাজিক ও কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আনম রফিকুর রহমান, ইংরেজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শের মোহাম্মদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জনাব সুলতান আহমেদ, আইন অনুষদের চেয়ারম্যান ড. গোলাম রসুল ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মিজানুর রহমান।
সেমিনারে রেপোর্টিয়ারের ভূমিকায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জুলফিকার হাসান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. নাঈমা ফারহানা খান।
গবেষক ও শিক্ষকরা মাননীয় উপাচার্যের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন। প্রকল্পের ফলাফল উপস্থাপনে ১ম হন আইন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, ২য় স্থান ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুবুল আলমের দল ও ৩য় স্থান অধীকার করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব ইকবাল মাহমুদ সোহেল ও সাইফ আহমেদ রিজভী।