গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন
১। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে?
ক) ৪১ খ) ৪২ গ) ৪৪ ঘ) ৪৫
উদ্দীপকটি পড়ে ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কর্ণফুলী কম্পানি তানহা ফ্যাশনস নামক অন্য একটি কম্পানির ৭০% শেয়ার ক্রয় করে। পরবর্তী সময়ে তানহা ফ্যাশনসের ছয়জন পরিচালকের মধ্যে নিজেদের থেকে চারজনকে পরিচালক নিয়োগ দেয়।
২। উদ্দীপকে তানহা ফ্যাশনস কম্পানিটি বর্তমানে কোন ধরনের সংগঠন?
ক) সাবসিডিয়ারি খ) বিধিবদ্ধ
গ) সরকারি ঘ) হোল্ডিং
৩। দায়-দায়িত্বের বিবেচনায় কোন ধরনের ব্যবসায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?
ক) অংশীদারি খ) পাবলিক লিমিটেড কম্পানি
গ) একমালিকানা ঘ) প্রাইভেট লিমিটেড কম্পানি
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব সাজ্জাদ চৌধুরী সমাজে পরিচিত একজন ব্যক্তি। তিনি কোনো ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত নন; কিন্তু তাঁর নাম ব্যবহার করছে মডার্ন এন্টারপ্রাইজ নামক একটি অংশীদারি ব্যবসায়। জনাব সাজ্জাদ চৌধুরী বিষয়টি জানলেন কিন্তু তাদের কিছুই বললেন না।
৪। উদ্দীপকে জনাব সাজ্জাদ চৌধুরী কোন ধরনের অংশীদার?
ক) নামমাত্র খ) প্রতিবন্ধ
গ) আচরণে অনুমিত ঘ) নিষ্ক্রিয়
৫। উদ্দীপকে ব্যবসায়ে জনাব সাজ্জাদ চৌধুরীর দায় কিরূপ?
i. সীমিত ii. অসীম iii. প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও iii ঘ) ii ও iii
৬। ব্যবসায়ের ক্ষেত্রে প্রমিতকরণ কী ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক) রূপগত খ) মানগত
গ) প্রচারগত ঘ) বিক্রয়গত
৭। নিচের কোন দলিলের কার্যক্ষেত্রের বাইরে কোনো কাজ করলে তা ক্ষমতাবহির্ভূত কাজ বলে বিবেচিত হবে?
ক) স্মারকলিপি খ) নিবন্ধনপত্র
গ) পরিমেল নিয়মাবলি ঘ) কার্যারম্ভের অনুমতিপত্র
৮। নিম্নের কোন ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
ক) পরিবহন সার্ভিস খ) ব্যাংক
গ) চায়নিজ রেস্টুরেন্ট ঘ) সুপার স্টোর
৯। সমবায় সমিতি আইনগত ভিত্তি লাভ করে কখন?
ক) উপবিধি তৈরির পর খ) নিবন্ধনের পর
গ) কার্যারম্ভের পর ঘ) ব্যবস্থাপনা কমিটি গঠনের পর
১০। নিচের কোনটি GATT-এর সম্প্রসারিত রূপ?
ক) Gulf Association of trade and Treaty
খ) General Association on Tariffs and Trade
গ) General Agreement on Tariffs and Trade
ঘ) Global Association of Tariffs and Trade
১১। বর্তমানে সার্কের সদস্যভুক্ত দেশ কয়টি?
ক) ৭ খ) ৮ গ) ৯ ঘ) ১০
১২। বিশ্ববাণিজ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক) নিউ ইয়র্ক খ) জেনেভা
গ) ব্রাসেলস ঘ) ওয়াশিংটন ডিসি
১৩। একমালিকানা ব্যবসায়ের অনিশ্চিত স্থায়িত্বের জন্য দায়ী—
i. মালিকের ইচ্ছা-অনিচ্ছা ii. সীমিত কর্মক্ষমতা
iii. সীমিত পুঁজি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মি. মামুন গাজীপুরের জনবহুল এলাকা জয়দেবপুরে ‘এলিগেন্ট হাইড অ্যান্ড স্কিন’ নামে একটি চামড়াজাত দ্রব্য তৈরির কারখানা স্থাপন করেন। এ কারখানায় বর্জ্য নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সেগুলো জলাশয়ে গিয়ে পড়ে। তবে কারখানার কাছে তিনি শ্রমিকদের থাকার ব্যবস্থা করেন এবং নিয়মিত কর প্রদান করেন।
১৪। উদ্দীপকে নিয়মিত কর প্রদানের মাধ্যমে জনাব মামুন কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করেন?
ক) শ্রমিক খ) রাষ্ট্র গ) সমাজ ঘ) ক্রেতা
১৫। উদ্দীপকে ‘এলিগেন্ট হাইড অ্যান্ড স্কিন’ শিল্পটি স্থাপনের ফলে—
i. এলাকার জলজ প্রাণীর বিলুপ্তি ঘটবে
ii. এলাকার কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়বে
iii. দেশের জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন?
ক) ঝুঁকি এড়ানোর জন্য
খ) প্রতিযোগিতা মোকাবেলা করার উদ্দেশ্যে
গ) পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে
ঘ) মালিকের অধিকার প্রতিষ্ঠার জন্য
১৭। অনলাইন ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে—
i. ইন্টারনেট সংযোগ ii. ক্রেতা ও বিক্রেতা
iii. কম্পিউটার প্রযুক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. খ ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ।