মান : ৩০ [সব প্রশ্নের উত্তর দিতে হবে]
১। কবি দিলওয়ার কোন পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন?
(ক) দৈনিক সংবাদ
(খ) দৈনিক গণকণ্ঠ
(গ) দৈনিক সমকাল
(ঘ) দৈনিক জনকণ্ঠ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘দীর্ঘদিন পরে আমি হয়েছি মৃত্যুর কাছাকাছি
দীর্ঘদিন বেঁচে আছি, আরো কিছুদিন যেন বাঁচি
মৃত্যু পরে হবে।’
২। উদ্দীপকের কোন ভাবনা কবি আল মাহমুদের সঙ্গে মিলে যায়?
(ক) নিসর্গপ্রীতি (খ) মৃত্যুচেতনা
(গ) একাকীত্ব (ঘ) অশরীরী ভাবনা
৩। উদ্দীপকের সেই চেতনা কবিতায় প্রকাশ পেয়েছে কোন চরণে?
(ক) কবিতার আসন্ন বিজয়
(খ) যখনি উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি
(গ) মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি
(ঘ) চোখ যে রাখতে নারি এত বন্য ঝোপের ওপরে
৪। ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন শকুন নেমে আসে এই ্ব’। শূন্যস্থানটি পূরণ করো।
(ক) মরা আঙিনায়
(খ) কাল পূর্ণিমায়
(গ) ইতিহাসে, প্রতিটি পৃষ্ঠায়
(ঘ) সোনার বাংলায়
৫। সূর্যকে হৃিপণ্ডে ধরে রাখা যায় কিভাবে?
i) কবিতা শুনে
ii) কবিতা আত্মস্থ করে
iii) আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘কৃষ্ণচূড়া আর রক্তপলাশের রঙিন জাল বুনে,
একুশ এসো আজ শান্ত পায়ে নবীন ফাল্গুনে।’
৬। উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
(ক) আমি কিংবদন্তির কথা বলছি
(খ) রক্তে আমার অনাদি অস্থি
(গ) ফেব্রুয়ারি ১৯৬৯
(ঘ) এই পৃথিবীতে এক স্থান আছে
৭। কৃষ্ণচূড়া এবং একুশ শব্দটি আমাদের কোন চরণকে স্মরণ করিয়ে দেয়?
i) একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং
ii) রক্তিম সূর্যের অধিকারী যে শ্যামাকান্ত ফুল
iii) শহীদের ঝলকিত রক্তের বুদ্বুুদ, স্মৃতিগন্ধে ভরপুর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও রর (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
৮। সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?
(ক) ঘুম নেই, পূর্বাভাস
(খ) সাঁঝের মায়া, উদাত্ত পৃথিবী
(গ) কালের কলস, সোনালি কাবিন
(ঘ) আগুনের মেয়ে, মায়া কাজল
৯। শান্তি প্রিয় পৃথিবীবাসীর জন্য এক চিরায়ত প্রার্থনা সংগীত কোন রচনাটি?
(ক) ঐকতান (খ) সাম্যবাদী
(গ) লোক-লোকান্তর (ঘ) সেই অস্ত্র
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
খ্যাতির মুখেতে পদাঘাত করি,
গড়ি, আমরা যে বিদ্রোহ গড়ি’
ছিঁড়ি দুহাতের শৃঙ্খল দড়ি’
মৃত্যুপণ।
১০। কবিতাংশে আঠারো বছর বয়সের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে—
i) পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা
ii) সঁপে আত্মাকে শপথের কোলাহলে
iii) স্পর্ধা ও দুঃসাহসেরা ভিড় করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও রর (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১১। নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ কোন দেবতার পূজায় মগ্ন ছিলেন?
i) ইন্দ্র বা বাসব দেবের
ii) ইষ্ট দেবতা বৈশ্বানর
iii) অগ্নিদেবের পূজা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১২। ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে?
(ক) পদ্মা, মেঘনা, সুরমা, ধলেশ্বরী
(খ) কর্ণফুলী, মেঘনা, সুরমা, পদ্মা
(গ) কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা, গঙ্গা
(ঘ) পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, গঙ্গা, কর্ণফুলী
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
এতিম তারিককে রাস্তা থেকে কুড়িয়ে এনে বড় করে বিয়ে দিয়ে সংসারী করে শহীদের মা। অথচ ফুটবল খেলতে গিয়ে সামান্য কথা-কাটাকাটির জের ধরে শহীদকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে তারিক।
১৩। উদ্দীপকে তারিক চরিত্রটি সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
(ক) নবাব (খ) মীরজাফর
(গ) মোহাম্মদি বেগ (ঘ) মিরণ
১৪। উক্ত চরিত্রের যে যে বৈশিষ্ট্য উদ্দীপকের তারিক চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ—
i) বিশ্বাসঘাতকতা ii) কৃতঘ্নতা
iii) নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৫। কোথায় যেতে পারলে আবার প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে নবাব প্রত্যয় ব্যক্ত করেছেন?
(ক) মুর্শিদাবাদ (খ) কলকাতা
(গ) আলীনগর (ঘ) পাটনা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘ডিম পাড়ে হাঁসে, খায় বাগডাশে’
১৬। উদ্দীপকের বাগডাশ ‘মাসি-পিসি’ গল্পে কোন চরিত্রকে মনে করিয়ে দেয়?
(ক) গোকুল (খ) জগু
(গ) আহ্লাদি (ঘ) মাসি-পিসি
১৭। উক্ত সাদৃশ্যের কারণ কী?
(ক) আহ্লাদির বাবার সামান্য সম্পত্তি গোকুলের কবলে গেছে
(খ) আহ্লাদির সম্পত্তির প্রতি জগুর স্পষ্ট আগ্রহ
(গ) আহ্লাদির বাপের ভিটায় মাসি-পিসির আশ্রয় গ্রহণ
(ঘ) ছাগল বেঁচে জগুকে দশপদ দিয়ে আপ্যায়ন
১৮। ‘শীতের রাতে ভারি হয়ে নাকে লাগে সে গন্ধ’—এখানে কোন গন্ধের কথা বলা হয়েছে?
(ক) ধোঁয়ার গন্ধ (খ) আবর্জনার গন্ধ
(গ) ধানের গন্ধ (ঘ) পিঠার গন্ধ
১৯। ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ’—কেন?
(ক) মানুষহীন বলে (খ) ধর্মহীন বলে
(গ) কর্মহীন বলে (ঘ) শস্যহীন বলে
২০। ঘরের ম্লান আলোয় কবরের সেই অনাবৃত অংশটা কেমন দেখায়?
(ক) মাছের পিঠের মতো
(খ) মৃত মানুষের খোলা চোখের মতো
(গ) ভৌতিক
(ঘ) অতিপ্রাকৃত
২১। ‘টাওয়ার অব লন্ডন’ নির্মিত হয় কত সালে?
(ক) ১০৭৮ (খ) ১১৭৮
(গ) ১২৭৮ (ঘ) ১৩০৮
২২। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুকে মর্মান্তিক হত্যায় ষড়যন্ত্র, গোপন সমর্থন ও সহায়তার জন্য নিন্দিত ছিলেন কোন নেতা?
(ক) নূরুল আমিন
(খ) খন্দকার মোশতাক আহমেদ
(গ) খয়রাত হোসেন
(ঘ) ওসমান আলী
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নায়েবের অনুরোধে ধনপতি চারিদিক
দেখে নিয়ে বার কয় হাসলেন ফিক-ফিক;
তারপর বললেন : বলা ভারি শক্ত
সবচেয়ে ভালো খেতে গরিবের রক্ত।।
২৩। উদ্দীপকের ধনপতি ‘বিড়াল’ প্রবন্ধে কোন চরিত্রের সদৃশ?
i) কৃপন-ধনী ii) বড় বড় সাধু
iii) শিরোমণি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৪। ‘ধনপতিদের গরিবের রক্ত চোষা’ বিষয়টির সঙ্গে ‘বিড়াল’ প্রবন্ধের কোন বিষয়টির মিল রয়েছে?
(ক) বিড়ালের সমাজতান্ত্রিক মনোভাব
(খ) ধনীদের সম্পদ গচ্ছিত করে রাখার মনোভাব
(গ) ধনীদের দরিদ্রকে বঞ্চিত করে একজনে পাঁচ শ লোকের আহার সংগ্রহ
(ঘ) মাছের কাঁটা, পাতের ভাত নর্দমায় ফেলে দেওয়া
২৫। ‘সংগীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত’ হওয়া বলতে কী বোঝানো হয়েছে?
(ক) বর্বর কোলাহল
(খ) সুরশূন্য বিকট কোলাহল
(গ) সরস্বতীর পদ্মবন পায়ে মাড়ানো
(ঘ) সরস্বতীর পদ্মবনে হস্তীর আগমন
২৬। একখানি এন্ডি কাপড় অবাধে কত বছর টেকে?
(ক) ৩০ বছর (খ) ২০ বছর
(গ) ৪০ বছর (ঘ) ৫০ বছর
২৭। ভালো পোশাক কেনার জন্য লোইসেল মতিলদাকে কত ফ্রাঁ দিয়েছিল?
(ক) ২৫০ (খ) ৩০০
(গ) ৪০০ (ঘ) ৫০০
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
যে অস্ত্র ব্যাপ্ত হলে
নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরবে না
মানব বসতির বুকে
মুহূর্তের অগ্ন্যুৎপাত
লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত
২৮। নক্ষত্রখচিত আকাশ থেকে আগুন ঝরার পেছনে দায়ী কে?
(ক) ভালোবাসা (খ) হিংসা
(গ) মানুষ (ঘ) কিউরেটর
২৯। লাখ লাখ মানুষ পঙ্গু বিকৃত হয় কিভাবে?
i) পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে
ii) নিউক্লিয়ার বোমা তৈরি এবং একে অন্যের ওপর নিক্ষেপ
iii) মানুষের নির্বুদ্ধিতা এর জন্য দায়ী
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩০। বস্তু জিজ্ঞাসা কী?
i) বস্তু জগতের রহস্য উন্মোচন-অন্বেষা
ii) বস্তুজগৎ সম্পর্কে জানার আগ্রহ
iii) বিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর
১. খ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. ক ২১. গ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. ঘ।