মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকসংশ্লিষ্ট তিনটি অ্যাপার্টমেন্টে গত সপ্তাহে চালানো অভিযানে তিন কোটি ৮৪ লাখ মার্কিন ডলার অর্থ জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। ব্যবহার্য অন্যান্য বিলাসবহুল জিনিসপত্রের সঙ্গে এ অর্থ জব্দ করা হয়। উদ্ধার করা হাতব্যাগ, ঘড়ি ও গয়নার মূল্য নিরূপণের চেষ্টাও করছে তদন্তকারীরা।

কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান অমর সিং গতকাল সাংবাদিকদের জানান, রাজধানী কুয়ালালামপুরে প্যাভিলিয়ন রেসিডেন্সেসে গত ১৮ মে পুলিশ অভিযান চালিয়ে ২৮৪ বাক্স হ্যান্ডব্যাগ, ৩৫ বাক্স অর্থ এবং ৩৭ ব্যাগ ঘড়ি ও গয়না জব্দ করে।

নগদ অর্থের ব্যাপারে অমর জানান, ২৬টি বিভিন্ন বিদেশি মুদ্রায় মোট তিন কোটি ৮৪ লাখ ডলার মূল্যের নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে বেশির ভাগই মালয়েশীয় রিঙ্গিত ও সিঙ্গাপুরি ডলার।

 

এ ছাড়া জব্দ করা হ্যান্ডব্যাগ সম্পর্কে এ কর্মকর্তা জানান, ফরাসি এরমেস ব্র্যান্ডের বিলাসবহুল ব্যাগ এগুলো। হ্যান্ডব্যাগগুলো আসলেই এরমেসের কিনা এবং হলে সেগুলোর দাম কত, সেটা নিরূপণে ওই ফরাসি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে তদন্ত কর্তৃপক্ষ। হ্যান্ডব্যাগগুলো শনাক্তকরণ ও দাম নির্ধারণের সুবিধার্থে সেগুলোর ছবিও এরমেসকে পাঠানো হয়েছে। শুধু তা-ই নয়, উদ্ধার করা ঘড়ি ও গয়নার মূল্য নিরূপণের চেষ্টাও করছে তদন্তকারীরা।

গত ১৮ মে পুলিশ প্যাভিলিয়ন রেসিডেন্সেসের যে তিনটি অ্যাপার্টমেন্টে অভিযান চালায়, তার একটিতে থাকেন নাজিবের ছেলে এবং আরেকটিতে থাকেন তাঁর মেয়ে। বাকি একটি অ্যপার্টমেন্ট খালি ছিল বলে পুলিশ জানায়।

এ তিনটি অ্যাপার্টমেন্টের পাশাপাশি নাজিবের ব্যক্তিগত বাসভবন তামান দুতায়ও অভিযানা চালানো হয়। সেখান থেকে কয়েক ডজন দামি হ্যান্ডব্যাগ, ঘড়ি এবং পাঁচ লাখ রিঙ্গিত জব্দ করা হয়। গত ১৮ মে থেকে সব মিলিয়ে নাজিবসংশ্লিষ্ট ১২টি স্থানে অভিযান চালায় পুলিশ।

নাজিবের প্রধানমন্ত্রীকালে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল তছরুপের অভিযোগ ওঠে। আরো অভিযোগ রয়েছে, দুর্নীতিবিরোধী কমিশন তখন এ অভিযোগের তদন্ত করার চেষ্টা করলে তা থামিয়ে দেওয়া হয়।

জাতীয় নির্বাচনে মাহাথির মোহাম্মদ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে নাজিবের বিরুদ্ধে তদন্ত চাঙ্গা হয়। এরই মধ্যে তিন দফা তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে দুর্নীতিবিরোধী কমিশন।

সূত্র : স্ট্রেইট টাইমস, বিবিসি।

 


Comments