জ. হাসান

সিটি ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাব এর আয়োজনে এবং ব্যবসায় প্রশাসন বিভাগ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো “ইনট্রা-ডিপার্টমেন্ট ক্যানভাস পোস্টার মেকিং প্রতিযোগিতা–২০২৫। সিটি ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে ব্যবসায় প্রশাসন বিভাগের ৩৭টি দল তাদের ক্যানভাস
প্রদর্শন করে।

প্রতিযোগিরা বিভিন্ন ব্যবসায়িক বিষয়ের ওপর ভিত্তি করে তাদের সৃজনশীলতা ও ধারণাশক্তি প্রকাশ করে দৃষ্টিনন্দন পোস্টার প্রদর্শন করে। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তাশক্তিকে শিল্প-সৌন্দর্যের মাধ্যমে উপস্থাপন করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

ফাইন্যান্স, ব্যাংকিং, ইনস্যুরেন্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (HRM) – এই সাতটি গুরুত্বপূর্ণ বিষয়কে প্রতিযোগিতার থিম হিসেবে নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জি. মো. লুৎফর রহমান (অবঃ), সিটি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারাকে প্রশংসা করে বলেন, "শুধু পাঠ্যপুস্তক নয়, বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও সৃজনশীলতা একজন শিক্ষার্থীর প্রকৃত দক্ষতা গঠনে সহায়ক।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সিটি ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ড. কাজী শাহদাত কবির শিক্ষার্থীদের বাস্তব জীবনে তাত্ত্বিক জ্ঞান প্রয়োগ করার আহ্বান জানান এবং এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায় বলে অভিহিত করেন।

সেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. জুলফিকার হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, দলগত কাজের দক্ষতা এবং প্রেজেন্টেশন স্কিল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার, প্রক্টর, এইচআর ডিরেক্টর এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সকল শিক্ষকবৃন্দ। 

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পদক ও প্রাইজমানি বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপ দলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়টির ভিসি ও প্রো-ভিসি। এছাড়াও সব অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা।  অনুষ্ঠানটির স্পন্সর ছিলো স্নোটেক্স এবং হুয়াজিং কোম্পানি। পুরস্কার প্রদানের সময় সিটি ইউনিভার্সিটির ভিসি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজয়ী দলসমূহের জন্য বিশেষ প্রাইজমানির  ঘোষনা দেন।

এর আগে দিনব্যাপী উন্মুক্ত ক্যানভাস পোস্টার প্রদর্শনী চলে সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য। অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানটি উপভোগ করে ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করেন।

পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্লাব পরিচালক প্রভাষক আসমাউল হোসাইন ও প্রভাষক খন্দকার জিলহাজি এবং বিজজনেস ও ইনোভেশন ক্লাবের সদস্যরা । অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফারিতা বিনতে হাসান।

 


Comments