ট্রাফিক আইন মানানোর জন্য সারা বছর ধরেই ব্যবস্থাটা রাখতে হবে। এটা কোন সপ্তাহের নয়, এটা প্রতিদিনের ব্যাপার এবং সারা বছরের ব্যাপার। তবে চেষ্টা হচ্ছে এটা ভালো, এই চেষ্টা আরো করতে হবে।

সড়ক ব্যবস্থা নিয়ে আলাপকালে নগর বিশেষজ্ঞ ও ইউজিসি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, সড়ক পরিবহনের এখনকার অবস্থা তো বহু বছরের বিশৃঙ্খলা, জঞ্জাল, নৈরাজ্য। একদিনে, এক সপ্তাহে কিংবা এক বছরেও এই সমস্যার সমাধান হবে এমনটি আশা করা তো বাস্তব নয়।

এ ব্যাপারে দূর্নীতির কোন প্রশ্রয় দেওয়া চলবে না তাহলেই সব ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কারণ, দূর্নীতিটাই হলো গোড়ার সমস্যা। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, ভাঙ্গাচুরা সড়কগুলো মেরামত করতে হবে। বেআইনিভাবে কোন গাড়ি রাস্তায় যেন না চলে তা নিশ্চিত করতে হবে।

রাস্তায় শুধু গাড়ি থাকলেই হবে না, সেগুলো যেন সঠিকভাবে পরিচালিত হয় সেদিকে লক্ষ রাখতে হবে। অনিয়ম, নৈরাজ্য বিশৃঙ্খলা এসব কমাতে হবে।

পরিবহনের জন্য যেসব প্রতিবেদন আছে এবং দীর্ঘ মেয়াদি বা মধ্য মেয়াদি সুপারিশ আছে সেগুলো সরকারকে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। স্বল্প মেয়াদি হলো, ব্যবস্থাপনার যে সকল সুপারিশ সেগুলো মেনে চলা।

সুতরাং এটা উপলব্ধি করতে হবে এবং সরকারের যে বিভাগ গুলো আছে তাদেরকে এ ব্যাপারে তৎপর থাকতে হবে।

Prof Nazrul Islam
Chairman, Centre for Urban Studies (CUS) and former Chairman of UGC

Nazrul Islam M.A (DU), is a retired Professor of Geography and Environment at the University of Dhaka, and the Founder-Chair of the Centre for Urban Studies (CUS), Dhaka.

He also taught at the Asian Institute of Technology, Bangkok (1982-86). He served as the Chairman of the University Grants Commission of Bangladesh during 2007-2011, Chairman of the Board of Dhaka Water and Sewerage Authority (DWASA) during 1999-2002 and Convenor of the Task Force on Social Implications of Urbanization, (GoB, 1990-91). Professor Islam was President of the Asiatic Society of Bangladesh (2012 & 2013).

He is an Honorary Fellow of Bangla Academy, Advisor of Bangladesh Environment Movement (BAPA), and a Member of the National Steering Committee of Bangladesh Urban Forum (BUF) and an Advisory Committee Member the Bangladesh Delta Plan.

An eminent urban researcher and urbanist he led several large research teams and authored a number of books on urbanization, urban development and urban poverty. He has participated in Habitat 3 and other UN programmes on urbanization. He also writes on contemporary art.

 


Comments