Media Desk
|
Jun 12,2018
গতকাল হঠাৎ করেই গুঞ্জন ওঠে বরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান আর নেই।
খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সংবাদ মাধ্যমেও প্রকাশ পায়। এতে ভীষণ চটেছেন এই অভিনেতা।
এটিএম শামসুজ্জামান বলেন, এমন একটি খবর নিশ্চিত না হয়ে কেমন করে তারা প্রচার করে। আমার বাসার ফোন নম্বরে একটি কল দিলেই তো হতো।
এর আগেও এটিএম শামসুজ্জামানের মৃত্যু খবর নিয়ে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয়েছে।
বিষয়টি নিয়ে ভীষণ মর্মাহত হয়েছেন এই অভিনেতা। এধরনের খবর প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হবার পরামর্শও দিয়েছেন তিনি।
পুরান ঢাকায় নিজের বাড়িতে রয়েছেন এটিএম শামসুজ্জামান। তিনি বর্তমানে সুস্থ আছেন।
টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, আমাদের সকলের ভালোবাসার, শ্রদ্ধার প্রিয় অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান সুস্থ আছেন, ভালো আছেন।



